বাড়িতে বসেই হবে উপসর্গহীন করোনা রোগীদের চিকিৎসা, চালু হলো হেল্পলাইন

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। প্রতিদিন গড়ে দুই হাজারেরও বেশি মানুষের মধ্যে করোনা আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টায় ‌৩৫ জন মানুষ করোনাতে প্রাণ হারিয়েছেন। আতঙ্কের এই পরিস্থিতির মধ্যেই শনিবার রাজ্যের মুখ্যসচিব একটি বিবৃতি দিয়ে রাজ্যের মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। নবান্নে বৈঠকে তিনি জানিয়েছিলেন, পরিস্থিতি এখনো হাতের বাইরে চলে যায় নি। কোভিডের থেকে দ্রুত হারে এগোচ্ছে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা।

Advertisements

Advertisements

কিন্তু তা সত্ত্বেও প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোভিড হাসপাতালের বেডের অভাব, চিকিৎসার অভাব নিয়ে উঠে আসা একাধিক অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের উদ্দেশ্যে কতগুলি সিদ্ধান্তের ঘোষণা করেন।

Advertisements

এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাজ্যে কোভিড হাসপাতাল ও সেফ হোমের সংখ্যা ক্রমশ বাড়ছে‌। উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে বলবো তারা বাড়িতেই আইসোলেশন থাকুন ও সেফ হোমে থাকুন। প্রয়োজনে টেলিমেডিসিনের সুবিধা নিতে পারেন‌। তিনি জানান কলকাতায় টেলিমেডিসিন সংক্রান্ত তথ্য জানার জন্য একটি নম্বর দেওয়া হয়েছে। এই নম্বরে ফোন করে আপনারা যাবতীয় তথ্য পেতে পারেন। নম্বরটি হল-০৩৩২৩৫৭৬০০১।

এর পাশাপাশি আলাপন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, রাজ্যে সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো হচ্ছে। কলকাতা অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে চাইলে ০৩৩৪০৯০২৯২৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া রাজ্যের মানুষের জন্য স্বাস্থ্যভবন থেকে আরও দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বর দুটি হলো ১৮০০৩১৩৪৪৪২২২ এবং ০৩৩২৩৪১২৬০০।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “আগামী কয়েকদিনে সংক্রমণের হার আরও বাড়বে। তবে পরিস্থিতি সামাল দিতে আমরা বেডের সংখ্যাও বাড়াচ্ছি। সেই সঙ্গে বেশ কিছু হাসপাতালকে নতুন করে কোভিড চিকিৎসার জন্যই গ্রহণ করার কথা ভাবছি।”

Advertisements