ফ্রি ইন্টারনেট, আজীবন ইনকামিং, Jio-র দাপট কমাতে ফিরছে নয়া টেলিকম সংস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে এখন যে সকল টেলিকম সংস্থা রয়েছে তার মধ্যে বৃহত্তম টেলিকম সংস্থা হল Jio। প্রথম এই টেলিকম সংস্থা ভারতে 4G পরিষেবা লঞ্চ করে এবং সস্তায় ইন্টারনেট ও আনলিমিটেড কল করার সুযোগ দেওয়াই সহজেই মানুষের মন জয় করে। বর্তমানে এই টেলিকম সংস্থা 4G পরিষেবার পর লঞ্চ করেছে 5G পরিষেবা। বর্তমানে খুব সীমিত সংখ্যক শহরে নতুন এই পরিষেবা চালু থাকলেও আগামী দিনে দেশের সব জায়গায় তা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।

Advertisements

নতুন নতুন পরিষেবা এনে Jio তাদের গ্রাহকদের মন জয় করলেও প্রথম দিকে যেভাবে সস্তায় তারা পরিষেবা দিচ্ছিল তা এখন আর দিচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের একাংশের। এছাড়াও অভিযোগ রয়েছে ইন্টারনেট স্পিড সহ বিভিন্ন বিষয়ে। এমন পরিস্থিতিতেই সূত্র মারফত জানা যাচ্ছে নতুন একটি টেলিকম সংস্থা ভারতে আসতে চলেছে। নতুন এই টেলিকম সংস্থা জিওর দাপট কমাবে বলেও জানা যাচ্ছে।

Advertisements

যে টেলিকম সংস্থার ভারতে ব্যবসা করার কথা শোনা যাচ্ছে সেই টেলিকম সংস্থা সম্পর্কে আমরা আগেই পরিচিত। Jio আসার আগে বাজারে একচ্ছত্র রাজ তৈরী করা Uninor-এর কথা মনে আছে তো? সেই টেলিকম সংস্থা অর্থাৎ Telenor নাকি পুনরায় ভারতে ব্যবসা করতে ইচ্ছা প্রকাশ করেছে এবং তারা দেশের মানুষদের মন জয় করার জন্য বিপুল অফার নিয়ে হাজির হচ্ছে বলেও জানা যাচ্ছে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী।

Advertisements

Telenor কয়েক বছর আগে ভারতে লোকসানের মুখ দেখে তাদের ব্যবসা গুটিয়ে নেয়। তবে গুটিয়ে নেওয়ার পর তারা Airtel-এর সঙ্গে চুক্তি করে এবং তাদের গ্রাহকরা airtel এর টাওয়ার ব্যবহার করে মোবাইল পরিষেবা ব্যবহার করছেন। এখনো দেশের বেশ কিছু জায়গায় এই টেলিকম সংস্থার গ্রাহকও রয়েছেন। এই টেলিকম সংস্থা 4G প্রযুক্তি ব্যবহার করে ভারতে ব্যবসা করতে ইচ্ছা প্রকাশ করেছে বলে সূত্রের খবর।

সূত্র মারফত এটাও জানা যাচ্ছে, তারা যে অফার দিতে তৈরি সেই অফারে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Jio-র থেকেও ভালো। এদের প্ল্যান হিসাবে ফ্রি ইন্টারনেট, আজীবন ইনকামিং ইত্যাদি অফার দেওয়া হতে পারে। রিচার্জ প্ল্যান সাধারণ নিম্নবিত্তদের কথা মাথায় রেখে ১০ টাকা থেকে শুরু করা হতে পারে বলেও জানা যাচ্ছে।

Advertisements