১১ ডিগ্রিতে নামল তাপমাত্রা! ঠাণ্ডায় কাঁপছে বাংলা! দেখে নিন আপনার জেলায় কত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের (IMD) পূর্বাভাস মতোই সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ তরতরিয়ে নামতে শুরু করেছে। এদিন বেশ কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১১ ডিগ্রির কাছাকাছি। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা না থাকাই তাপমাত্রার পারদ আরও নামবে। ঘূর্ণিঝড় মিগজাউমের দাপট কাটতেই এবার ঠান্ডায় কাঁপতে শুরু করেছে দক্ষিণবঙ্গ।

Advertisements

সোমবারের তাপমাত্রার পারদের দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রার পারদ সবচেয়ে নিম্নমুখী। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির পাশাপাশি কলকাতার তাপমাত্রার পারদও নিম্নমুখী। যদিও তিলোত্তমার তাপমাত্রা অন্যান্য জায়গার থেকে কিছুটা বেশি। এর পাশাপাশি মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে সোমবারের আবহাওয়া সংক্রান্ত যে তথ্য পেশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রা এদিন রয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যাও স্বাভাবিক।

Advertisements

সোমবার বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। বীরভূমের এদিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২° নিচে রয়েছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩° কম। বীরভূমের তাপমাত্রা আগামী দিনে আরও নামবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার নেমেছে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। রবিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। পুরুলিয়ার তাপমাত্রাও আগামী কয়েক দিনে অনেকটাই নামতে দেখা যাবে।

মুর্শিদাবাদের সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদের তাপমাত্রা দিন কয়েক আরও নিম্নমুখী হবে বলেই হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হচ্ছে।

মেদিনীপুরের তাপমাত্রাও অনেকটাই নেমে গিয়েছে সোমবার। এদিন মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। রবিবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের তাপমাত্রায় আগামী কয়েক দিন তেমন কোন হেরফের লক্ষ্য করা যাবে না।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কমে রয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যায় ১৫.৩ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা একই রকম থাকতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন ? Instant water heater: গিজারের দিন শেষ! মাত্র ১০০০ টাকায় এলো নতুন যন্ত্র! সারাদিন মিলবে গরম জল

এখন যদি দার্জিলিংয়ের দিকে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে সেখানে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে দার্জিলিংয়ের এই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। বুধবার পর্যন্ত দার্জিলিঙে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

বর্ধমানের তাপমাত্রা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে সবচেয়ে কম। সোমবার বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং তার স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম ছিল। আগামীকাল বর্ধমানে একই রকম তাপমাত্রা থাকবে বলে মনে করা হচ্ছে।

সোমবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং তাও ছিল স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। তাপমাত্রার পারদ আগামী কয়েক দিন বাঁকুড়ায় নিম্নমুখী থাকবে।

Advertisements