কালীপুজোর আগেই কি শীত! সকাল থেকেই বইছে শিরশিরানি হাওয়া

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার রাত পর্যন্ত টানা বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আর টানা এই বৃষ্টিতে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গেছে। ইতিমধ্যেই ঘরে ঘরে ফ্যান বন্ধ হয়ে গায়ে ঢাকা পড়েছে হালকা চাদর। তাহলে কি কালী পুজোর আগেই শীতের আগমন দক্ষিণবঙ্গে!

পরিসংখ্যান বলছে, একটা সময় ছিল যখন দুর্গাপুজোর পর থেকেই বাতাসে শিরশিরানি ভাব অনুভব করতেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কালিপুজোর সময় মোটামুটি ঠান্ডা পড়ে যেত। কিন্তু বিগত কয়েক বছরে সেই পরিসংখ্যান একপ্রকার ফেল। কালীপুজো পেরিয়ে যাওয়ার পরও শীতের দেখা মিলছিল না। তবে এই বছর এই সকল পরিসংখ্যানের রেকর্ড ভেঙে আসতে চলেছে শীত বলে মনে করা হচ্ছে।

শীতের বিষয়ে যদিও এখনও আবহাওয়া দপ্তরের তরফ থেকে নিশ্চিত ভাবে কিছু বলা হয়নি। তবে দিন কয়েকের এই একনাগাড়ে বৃষ্টি তাপমাত্রার পারদ যে অনেকটাই নামাতে পারে তার পূর্বাভাস আগেই দিয়েছিল হওয়া অফিস। শুক্রবার রাতে বৃষ্টি থামলেও শনিবার সকাল থেকে সেভাবে রোদের দেখা মেলেনি, বরং এখনো রয়েছে মেঘলা আকাশ। আর সকাল থেকেই বাতাসে হালকা শিরশিরানি ভাব।

আজ সকাল থেকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। সকাল দশটা নাগাদ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রার পারদ আরও নামবে বলেও পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।