নিজস্ব প্রতিবেদন : তখনই জাঁকিয়ে শীত, আবার তখনই গরম! চলতি বছর শীতের মরশুমে বারবার এমনই পরিস্থিতির মুখোমুখি হতে দেখা গিয়েছে দক্ষিণবঙ্গকে (Winter South Bengal)। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যেই প্রশ্ন ছিল পৌষ সংক্রান্তিতে কি জাঁকিয়ে শীত পড়বে বাংলায়? সেই উত্তর এবার মিলল।
শুধু উত্তর মিলেছে এমন নয়, এর পাশাপাশি শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বনিম্ন তাপমাত্রার পারদ তরতরিয়ে নামতে শুরু করেছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা সকাল থেকে ঢাকা পড়েছে কুয়াশায়। এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কুয়াশা থেকে মুক্তির কোন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদের পতন ঘটবে ৪ ডিগ্রি। পৌষ সংক্রান্তির দুদিন আগে থেকেই জাঁকিয়ে শীতের অনুভূতি পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় নতুন করে এমন শীতের পাদুর্ভাব হয়েছে মূলত বৃহস্পতিবার থেকে ব্যাপক পরিমাণে উত্তুরে হাওয়া দক্ষিণবঙ্গে প্রবেশ করার ফলে। উত্তুরে হওয়ার অবাধ প্রবেশের ফলে বুধবারের থেকে বৃহস্পতিবারের তাপমাত্রায় এসেছিল ব্যাপক পরিবর্তন, আর শুক্রবার থেকে নতুন করে শীত হাড়ে হাড়ে টের দিচ্ছে।
তবে কলকাতার তাপমাত্রা নিম্নমুখী হলেও তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রার পতনের পাশাপাশি কুয়াশায় ঢাকা পড়েছিল তিলোত্তমা। পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকে তাকালে বোঝা যাবে রেকর্ড পতন হয়েছে তাপমাত্রায়। শ্রীনিকেতন হওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। তাপমাত্রায় রেকর্ড পতন হয়েছে বাঁকুড়াতেও। বাঁকুড়াতেও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। একইভাবে তাপমাত্রায় রেকর্ড পতন হয়েছে পুরুলিয়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায়।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত এমন জাঁকিয়ে শীত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। এছাড়াও ঘন কুয়াশার কারণে পাঁচ জেলার জন্য হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। যে পাঁচ জেলা হলো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। এই সকল জেলায় আগামী দিন কয়েক কুয়াশার দাপট থাকবে বলে মনে করা হচ্ছে।