দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসবে কালীপুজোয়? বড় আপডেট দিয়ে দিল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর দুর্গাপুজোর সময় আবহাওয়াই পরিবর্তন আসার আশঙ্কা ছিলই। তবে সেই আশঙ্কা থেকে শেষমেষ প্রকৃতি রক্ষা দেয়। নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা সেইভাবে হয়নি। আর এবার যখন কালীপুজোর (Kali Puja 2023) পালা, সেই সময় কেমন আবহাওয়া থাকবে তা নিয়ে কৌতুহল তৈরি হচ্ছে। কালী পুজোয় দক্ষিণবঙ্গের (South Bengal) অববাহাওয়ায় বদল আসবে? এই নিয়েই এবার বড় আপডেট দিল হাওয়া অফিস।

হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া আপডেটে জানানো হয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ আর উত্তুরে হাওয়া প্রবেশের কারণে শীতের আমেজ বজায় থাকবে। সকাল এবং সন্ধ্যা ভালোভাবেই টের পাওয়া যাবে শীতের আমেজ। তবে এখনই যে তাপমাত্রার পারদ কমে যাবে এমনটাও নয়। আগামী ৫-৭ দিন হালকা শীতের আমেজ উপভোগ করতে সুযোগ পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতায় আগামী দিন কয়েক সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ লক্ষ্য করা যাবে ১৬ থেকে ১৭ ডিগ্রি। কালীপুজোর পাশাপাশি ভাইফোঁটাতেও একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, পূর্ব মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সেই নিম্নচাপ নিম্নচাপ এলাকাতেই শক্তি হারাবে। শুক্রবারে ওই নিম্নচাপকে শক্তি হারাতে দেখা যাবে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমরিন সংলগ্ন এলাকায়। আবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। তবে এসবের ছিটেফোঁটাও প্রভাব পড়বে না বাংলাতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া বর্তমানে যেমন রয়েছে সেই রকমই আগামী কয়েক দিন বজায় থাকবে এবং দিন তিনেক পর হালকা হলেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এমন পরিস্থিতিতে কালীপুজো ও অথবা ভাইফোঁটার মতো উৎসবের দিনগুলি দক্ষিণবঙ্গে ভালোভাবে কেটে যাবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা এবং সংলগ্ন এলাকায় চলতি সপ্তাহে সন্ধ্যা ও সকালের দিকে হালকা শীতের আমেজ টের পাওয়া যাবে। অন্যদিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এক্ষেত্রে এই সকল এলাকার বাসিন্দাদের শীতবস্ত্র পরিধান করলেও করতে হতে পারে।