নিজস্ব প্রতিবেদন : এই কনকনে ঠাণ্ডা, বিশেষ করে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় যেভাবে তাপমাত্রা নেমেছে তা আর সহ্য করা যাচ্ছে না। এই সকল জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আর সেই পূর্বাভাসকে সত্যি করেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামে ১০ ডিগ্রীর নিচে।
তবে হাওয়া অফিস এটাও জানিয়েছিল যে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কিছুটা হলেও চড়বে তাপমাত্রার পারদ। পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে, মঙ্গল এবং বুধবার তাপমাত্রার পারদ কিছুটা চড়লেও বৃহস্পতিবার থেকে ফের ফিরে আসবে শীত।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রী সেলসিয়াস। আগামী মঙ্গল এবং বুধবার দিনের এই সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে ১৭ থেকে ১৮ ডিগ্রীতে। তবে বৃহস্পতিবার থেকে পুনরায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৩ থেকে ১৪ ডিগ্রীতে নামার সম্ভাবনার কথা বলা হয়েছে।
শ্রীনিকেতন হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১° কম। আগামী মঙ্গলবার এবং বুধবার এই তাপমাত্রা পৌঁছে যাবে ১৪ ডিগ্রিতে। এর পর পুনরায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়াতে পারে ১১ থেকে ১২ ডিগ্রিতে।
তবে তাপমাত্রা নামলেও নতুন করে আর শৈত্য প্রবাহের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি হাওয়া অফিসের তরফ থেকে।