নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বরের অর্ধেক দিন পেরিয়ে গেলেও সেই ভাবে জাঁকিয়ে শীত এখনও নেই বাংলায়। আর এমত অবস্থায় শীত প্রেমীরা তাকিয়ে রয়েছেন কবে পড়বে জাঁকিয়ে শীত তার দিকে। তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার হওয়া অফিসের তরফ থেকে সুখবর দেওয়া হল।
শুক্রবার হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এদিন রাত থেকেই হু হু করে দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রার পারদ। তাপমাত্রার পারদ নামার পূর্বাভাসের পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে এটাও পূর্বাভাস দেওয়া হয়েছে, এই শীত দিন চারেক স্থায়ী হওয়ার পর মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতেই এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা নেমে যাবে। রবি এবং সোমবার কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে নামতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে ১০ ডিগ্রি নিচে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রী সেলসিয়াস। যার স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। তবে শ্রীনিকেতনের শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। আর আজ রাতের পর থেকেই এই তাপমাত্রার ৪ থেকে ৫ ডিগ্রি হেরফের হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
অর্থাৎ অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রির নীচে বা তার আশেপাশে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১১ ডিগ্রির নীচে। সেই জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে পৌঁছাবে এবং দক্ষিণবঙ্গের বাসিন্দারা হাড় কাঁপুনি ঠান্ডা অনুভব করবে।