তরতরিয়ে বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা নিয়ে কি বলছে হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে কালবৈশাখীর কারণে সাময়িক স্বস্তি মিললেও ফের তরতরিয়ে বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর এই পরিস্থিতি থেকে স্বস্তি কবে মিলবে সেটাই প্রশ্ন আমজনতার।

Advertisements

Advertisements

তবে এই প্রশ্নের উত্তরে হাওয়া অফিসের তরফ থেকে তেমন কোনো আশার আলো দেওয়া হয়নি। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বৃষ্টির সম্ভাবনা প্রায়ই নেই বললেই চলে। উপরন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে জানানো হয়েছে। আগামী পাঁচ দিন অন্ততপক্ষে কষ্টদায়ক পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য। পাশাপাশি কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়ায় থাকার পাশাপাশি আপেক্ষিক আদ্রতা অস্বস্তি আরও বাড়াবে বলে জানানো হয়েছে।

Advertisements

[aaroporuntag]
তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি স্বস্তি ফিরতে পারে বলেও হাওয়া অফিসের পূর্বাভাস। আগামী মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। মূলত মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর দেখা মিলতে পারে।

Advertisements