নিজস্ব প্রতিবেদন : জানুয়ারি মাসে হাড় কাঁপানো ঠান্ডার পর ফেব্রুয়ারি মাসে আচমকা এইভাবে আবহাওয়ার ডিগবাজি দেবে তা কেউ ভেবে উঠতে পারেন নি। যেখানে জানুয়ারি মাসের অধিকাংশ দিন বৃষ্টি অথবা ঠান্ডায় জুবুথুবু হয়ে থাকতে হচ্ছিল দক্ষিণবঙ্গবাসীদের (South Bengal), সেই জায়গায় ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই রীতিমত শীতবস্ত্র ত্যাগ করতে হচ্ছে। তবে হাওয়া অফিসের তরফ থেকে নতুন আপডেট দেওয়া হল। সরস্বতী পুজোর আগে শীত নিয়ে নতুন এই আপডেটে স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গে (Winter Update South Bengal)।
ফেব্রুয়ারি মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গে যেভাবে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে তাতে মনে হচ্ছে যেন এবার লেপ কাঁথা তুলে দেওয়ার সময় এসে গেছে। তবে এমনটা এত তাড়াতাড়ি হতে যাচ্ছে না। বরং সরস্বতী পুজোর আগে ফের একবার লেপ কাঁথা রেডি রাখতে হবে বলেই মনে করা হচ্ছে। কেননা হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, সরস্বতী পুজোর আগে এক দফা তাপমাত্রার পারদ নামবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টির পূর্বাভাস না থাকার কারণে প্রতিটি জেলা শুষ্ক থাকবে এবং ঝলমলে রোদ ভরপুর দিনের দেখা মিলবে। আর মেঘ কেটে এমন শুষ্ক পরিস্থিতি তৈরি হওয়ার কারণেই হালকা হলেও রাতের তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। হালকা সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামবে কলকাতাতেও। এছাড়াও কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখাও মিলবে।
আরও পড়ুন ? Bank Holiday list February: ফেব্রুয়ারিতে কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সরস্বতী পুজোয় খোলা না বন্ধ
হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা হলেও তাপমাত্রার পারদ কম থাকবে পশ্চিমের জেলাগুলি যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে। এই সকল জেলার সর্বনিম্ন তাপমাত্রা সরস্বতী পুজোর আগে একবার ১১ ডিগ্রিতেও নামতে পারে। তবে সরস্বতী পুজোর সময় ১৩ থেকে ১৪ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের কলকাতা সহ অন্যান্য পার্শ্ববর্তী জেলাগুলির ক্ষেত্রে সরস্বতী পুজোর আগে এক দফা তাপমাত্রার পারদ নামতে পারে। সেক্ষেত্রে এই সকল জেলার সর্বনিম্ন তাপমাত্রা সর্বাধিক ১৬ ডিগ্রীতে নামতে পারে। সরস্বতী পুজোর সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই অনুমান করা হচ্ছে। তবে দিনের দিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গরমভাব অনুভব করা যাবে। মূলত দিনের বেলায় সরস্বতী পুজোর সময় শীতবস্ত্র পরে থাকা যাবে না।