নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণাবর্ত থেকে শুরু করে পশ্চিমী ঝঞ্ঝা, সব বাধা টপকে অবশেষে নতুন করে রাজ্যে শীতের (Winter) মুখ দেখা যাবে, এমনই আশার আলো দেখাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিসের এমন পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও মুখে হাসি ফুটতে শুরু করেছে শীতবিলাসীদের। কেননা এই বছর সেই ভাবে জাঁকিয়ে শীতের দেখা মেলেনি বললেই চলে। মাঝে মাঝে তাপমাত্রা পারদ নামলেও ফের কোনো না কোনো কারণে তা উর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে।
হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রায় তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে না। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রায় পরিবর্তন আসবে এমনটাই মনে করা হচ্ছে, হাওয়া অফিসের তরফ থেকে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পৌষ সংক্রান্তির সময় রাজ্যে ফের একবার জাঁকিয়ে শীতের দেখা মিলতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কলকাতার তাপমাত্রা আগামী দিন দুয়েকের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৪ ডিগ্রির নিচে। বৃহস্পতিবার থেকে উত্তুরে হওয়ার দাপট বৃদ্ধি পাবে এবং তারপরই তাপমাত্রার এমন পতন নজরে আসবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬.৬° সেলসিয়াস, এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রায় অনেক পতন লক্ষ্য করা যাবে। হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ৪-৫ দিনের জন্য শীতের ঝড়ো ইনিংস দেখা যেতে পারে। গত ডিসেম্বরে পশ্চিমের জেলাগুলিতে এমন ঝড়ো ইনিংস দেখা গিয়েছিল মোটামুটি ১০ দিনের জন্য। তারপর থেকে তাপমাত্রা কখনো ঊর্ধ্বমুখী, কখনো আবার নিম্নমুখী হলেও নতুন করে পাঁচ দিনের জন্য এমন ইনিংসের দেখা মিলতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের উপর দিয়ে বুধবার এবং বৃহস্পতিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার পর উত্তরবঙ্গেও নতুন করে একটি জাঁকিয়ে শীতের স্পেল লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঘন কুয়াশার দেখা মিলবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। মোটের উপর হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে পৌষ সংক্রান্তির সময় ভালোভাবেই শীতের দেখা মিলতে পারে।