নিজস্ব প্রতিবেদন : সোমবার যেভাবে আবহাওয়াকে ডিগবাজি খেতে দেখা গিয়েছিল তা রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও দেখা যায় না বললেই চলে। কেননা রবিবার যেখানে পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, সেই জায়গায় সোমবার অধিকাংশ দক্ষিণবঙ্গের পশ্চিমের (South Bengal) জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয় ১৫ ডিগ্রি বা তার কম বেশি। মাত্র কয়েক ঘণ্টায় এমন ডিগবাজি খুব কম লক্ষ্য করা গিয়েছে। এই ডিগবাজি দেখেই প্রশ্ন উঠছে তাহলে কি শীতের (Goodbye Winter) খেল খতম?
শুধু পশ্চিমের জেলা নয়, পাশাপাশি কলকাতাতেও দেখা যায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির উপরে ছিল। যদিও রবিবারের থেকে সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় এমন কিছু বাড়েনি। তবে মাঘ মাস শেষ হতে না হতেই এইভাবে তাপমাত্রার ঊর্ধ্বমুখী ভাব দক্ষিণবঙ্গবাসীদের মাথায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চিন্তা বাড়াচ্ছে সামনের গরম নিয়ে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই এমন পরিস্থিতি হলে আগামী দিনে কি হবে তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।
এমনিতেও হাওয়া অফিসের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, ফেব্রুয়ারি মাসের প্রথম দু’সপ্তাহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও তৃতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে শীত বিদায় নিতে শুরু করবে। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ বজায় থাকলেও দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে ভালোভাবেই তাপমাত্রার ঊর্ধ্বমুখী ভাব টের পাওয়া যাবে।
অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। সেই মতো এদিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২১ ডিগ্রী পার করেছে। কলকাতার পাশাপাশি পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রাও মঙ্গলবার কমবে না বলেই জানানো হয়েছিল। আর সেই পূর্বাভাসকে সত্যি করেই বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এখন কি পরিস্থিতির মধ্যে কাটবে আগামী দিনের শীত তা নিয়েই উঠছে প্রশ্ন।
কেননা এইসবে ফেব্রুয়ারি মাসের শুরু হয়েছে আর ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাতে সংশয় বৃদ্ধি পাচ্ছে। জানা যাচ্ছে, বর্তমানে উত্তুরে হাওয়া একেবারেই সক্রিয় নয়, অন্যদিকে দক্ষিণবঙ্গে ঢুকছে জলীয়বাষ্প। এমন পরিস্থিতির কারণেই এমন শীতের খেল খতম হতে দেখা যাচ্ছে। যদিও এখনই শীতের খেল খতম হয়ে গেল কিনা তা নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে রাতের তাপমাত্রা হালকা নামতে পারে।