Weather Update South Bengal: হার মানাবে প্রেসার কুকার! দক্ষিণবঙ্গ নিয়ে চরম মন খারাপের আবহাওয়ার খবর দিল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এর থেকে মন খারাপের খবর আর কি হতে পারে! কেননা ভারতের মূল ভূখণ্ডে বর্ষার আগমন হয়ে গেলেও এখনো তার ছিটেফোঁটাও এসে পৌঁছালো না দক্ষিণবঙ্গে (South Bengal)। ছিটেফোঁটা এসে পৌঁছানোর তো দূরের কথা, উপরন্তু হাওয়া অফিসের তরফ থেকে যে খবর শোনানো হয়েছে তাতে আগামী কয়েক দিন খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কাটাতে হবে বাসিন্দাদের।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update South Bengal) সংক্রান্ত যে আপডেট দেওয়া হয়েছে তা থেকে যা জানা যাচ্ছে তাতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ছোঁয়া দক্ষিণবঙ্গের লাগা তো দূরের কথা, বরং হু হু করে দক্ষিণবঙ্গে ঢুকছে উত্তর-পশ্চিমের গরম হাওয়া। আর এর ফলে উইকেন্ডে চরম গরম আর অস্বস্তির মধ্যে কাটাতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

Advertisements

একদিকে উত্তর-পশ্চিমের গরম হাওয়া আর তার সঙ্গে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের মিশ্রণ এমন পরিস্থিতি তৈরি করবে, যার ফলে প্রেসার কুকারও হার মানবে। অন্যদিকে তাপমাত্রার পারদ তরতড়িয়ে বাড়বে বলেও জানানো হয়েছে। নতুন করে বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ থেকে ৪৪ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও কলকাতায় ফের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Health Insurance: স্বাস্থ্যবিমায় বড় বদল! এবার মাত্র ১ ঘন্টায় যে সুবিধা দেবে, আগে মিলত না

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা আগামী দুদিনে ৩ ডিগ্রী বাড়বে। সবচেয়ে অস্বস্তি বাড়বে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলায়। এছাড়াও অস্বস্তি থাকবে বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। ৯ জুন থেকে তাপপ্রবাহ দেখা যাবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। ১১ জুন পর্যন্ত এই সকল জেলায় তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।

এমন পরিস্থিতিতে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্ষার দক্ষিণবঙ্গে পদার্পণ। মূলত ১০ জুন দক্ষিণবঙ্গে সাধারণ নিয়মে বর্ষা ঢুকলেও এই বছর ১৩ জুনের আগে কোনভাবেই বর্ষার আগমন নিয়ে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে না। যে কারণে আপাতত কোনোভাবেই এমন পরিস্থিতি থেকে মুক্তির দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই পরিস্থিতি এতটাই খারাপের দিকে এগোচ্ছে যে সতর্ক হবেই আগামী কয়েক দিন থাকতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। কেননা গরম নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisements