বৃষ্টির খেল খতম! শীতের বড় আপডেট! এই ৩ দিন থরথর করে কাঁপবে কলকাতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাসেও শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। এরই মধ্যে আবার গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায় ঘূর্ণিঝড় মিগজাউম। এই ঘূর্ণিঝড়ের দাপটে টানা তিন দিন বৃষ্টিতে ভিজে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। তবে শুক্রবার থেকে পরিস্থিতি অনুকূল হতে শুরু করেছে। আর পরিস্থিতি অনুকূল হতে শুরু করতেই শীত (Winter) নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।

Advertisements

বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট চলার পর শুক্রবার থেকে বৃষ্টি নেই অধিকাংশ জায়গাতেই। তবে শুক্রবার মাঝে মাঝেই মেঘলা আকাশের দেখা মিলছিল। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে আর মেঘলা আকাশ দেখা যাবে না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কেবলমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।

Advertisements

বৃষ্টির রেস শেষ হতেই তাপমাত্রার পারদের পতন ঘটবে এমনটাই স্বাভাবিক। হাওয়া অফিসের তরফ থেকে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় পতন লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে। এরই সঙ্গে সঙ্গে আগামী সপ্তাহে শীতের দাপট শুরু হবে বাংলায়। তাপমাত্রার বড়সড় পতনে থরথর করে কাঁপতে শুরু করবে উত্তর থেকে দক্ষিণের সব জেলা।

Advertisements

আরও পড়ুন ? ফের টানা ৩ দিন ছুটি! হালকা শীতে ঘুরতে যাওয়ার দারুণ সুযোগ সরকারি কর্মচারীদের

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার পারদে ৫ ডিগ্রি পতন দেখা যাবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি লক্ষ্য করা যাবে। তবে কলকাতায় ১১, ১২ এবং ১৩ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রায় সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা যাবে। যে সময় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। ওই তিন দিন মরসুমের সবচেয়ে বেশি শীত অনুভব করা যাবে তিলোত্তমায়। এরপর আবার পরিস্থিতি স্বাভাবিক হবে।

অন্যদিকে যদি ওই দিনগুলির কথা পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে বলা হয় তাহলে, সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে যাবে বলে হাওয়া অফিসের তরফ থেকে অনুমান করা হচ্ছে। বীরভূম, বাঁকুড়ার মতো জেলায় তাপমাত্রার এমন পতন নজরে আসবে। পুরুলিয়া, বর্ধমান, আসানসোল, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এই সকল জেলায় ঐ সময় সর্বনিম্ন তাপমাত্রা দেখা যেতে পারে ১৩ ডিগ্রী। মোটের উপর বৃষ্টির খেল খতম হতেই দক্ষিণবঙ্গে শীত ফিরতে চলেছে এমনই পূর্বাভাস।

Advertisements