ফের জাঁকিয়ে শীত রবিবার থেকে, পূর্বাভাস হওয়া অফিসের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভরা শীতে নতুন বছরের শুরুতেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবার থেকে এই বৃষ্টি শুরু হয়, মাঝে মাঝেই বৃষ্টি হয় বৃহস্পতিবার ও শুক্রবার। দিন তিনেক ধরেই সকাল থেকেই আকাশের মুখ ভার রাজ্যের বিভিন্ন জায়গায়। মেঘলা আকাশের কারণে বেড়েছে তাপমাত্রাও। স্থান বিশেষে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisements

Advertisements

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এই বৃষ্টিপাত চলতে পারে আগামীকাল অর্থাৎ শনিবারও। তবে শনিবার ধীরে ধীরে কাটবে মেঘ।

Advertisements

আর মেঘ কাটলেই নতুন করে তীব্র শীতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। হু হু করে ঢুকবে উত্তুরে হওয়া। অর্থাৎ হাওয়া অফিসের কথা অনুযায়ী রবিবার থেকে ফের জাঁকিয়ে শীত পড়বে রাজ্যজুড়ে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরে পশ্চিমী ঝঞ্জা ঢুকে যাওয়ার ফলে রাজ্যে ঢুকেছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পের পাশাপাশি রয়েছে শীতল হাওয়া। এই দুই বৈপরীত্যের কারণে তৈরি হয়েছে মেঘ। যার কারণেই বৃষ্টি।

Advertisements