কোনো চিনা সংস্থার বরাত নয়, বার্তা দিয়ে রেলের কড়া পদক্ষেপ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জুন মাসের ১৫ তারিখে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনা সংঘাতের পর ভারতের তরফ থেকে চীনকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা শুরু করে। আর এই পদক্ষেপ হিসাবে কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক চিনা সংস্থার বরাত বাতিল করা হয়। তবে এবার ভারত সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নিতে দেখা গেল তা চীনকে উদ্দেশ্য করে কড়া বার্তা বলেই মনে করছে কূটনৈতিক মহল। এবার ভারতীয় রেলের তরফ থেকে ৪৪ টি সেমি হাই স্পিড ট্রেনের টেন্ডার বাতিল করা হলো।

Advertisements

তবে এবার এই ট্রেনের টেন্ডার বাতিল করার ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল তা চমকে দিতে পারে চিনকে। ভারতীয় রেল এই ট্রেনগুলি নির্মাণের জন্য যে টেন্ডার জারি করেছিল সেই টেন্ডার অনুযায়ী কেবলমাত্র একটি চীন এবং ভারতের যৌথ মালিকানাধীন সংস্থা আবেদন করেছিল। আর সেই টেন্ডারে মাত্র একটি চীন মালিকানাধীন সংস্থার আবেদন থাকায় গোটা টেন্ডারটিকেই বাতিল করে দেওয়া হয়েছে। আর এরকম পদক্ষেপ এযাবত কোনদিন ভারতকে নিতে দেখা গিয়েছে কিনা তা কেউ মনে করতে পারছেন না।

Advertisements

৪৪ টি সেমি হাই স্পিড ট্রেন নির্মাণের জন্য গত মাসে ভারতীয় রেলের তরফ থেকে এই ট্রেন্ডেরটি জারি করা হয়েছিল। সেইমতো সিআরআরসি পাইনিওর ইলেকট্রিক (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ভারতীয় রেলকে দরপত্র জমা দেয়। আর এই সংস্থাটি চীন ও ভারত যৌথ মালিকানাধীন। জানা গিয়েছে এই প্রকল্পের জন্য মোট বরাদ্দ ছিল দেড় হাজার কোটি টাকা। এরপর শুক্রবার রাতে রেলের তরফ থেকে টেন্ডার বাতিল করা হয়েছে বলে টুইট করে জানানো হয়। যদিও এই টেন্ডার কি কারণে বাতিল করা হয়েছে তা স্পষ্ট ভাবে জানানো হয়নি রেলের তরফ থেকে। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে এই টেন্ডারে চিনা সংস্থা বরাত পাওয়ার দৌড়ে এগিয়ে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে।

Advertisements

রেলের তরফ থেকে টুইট করে জানানো হয়, “৪৪টি বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন তৈরির টেন্ডার বাতিল করা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে এই বিষয়ে নতুন টেন্ডার ডাকা হবে এবং এক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ায় জোর দেওয়া হবে।”

Advertisements