Stamp Duty Price Increased: মাথায় হাত মধ্যবিত্তদের, এবার রাজ্যে বেড়ে গেল জমি-জমা, ফ্ল্যাট, বাড়ির দাম

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভোট এলেই যেন সাধারণ মানুষদের মুখে হাসি ফুটতে দেখা যায়। হাসি ফোটার পিছনে রয়েছে জিনিসপত্রের দাম কমা। কেননা ভোট এলেই সরকারগুলির তরফ থেকে তাদের ঝুলিতে ভোট নেওয়ার জন্য একের পর এক ঘোষণা করা হয়। আর ভোট মিটতেই সেই সকল জিনিসপত্রের দাম ফের দাম দামি হয়, বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে। এবারও লোকসভা ভোট শেষ হওয়ার পর সেই রকমই ঘটনা সামনে আসছে একের পর এক।

ভোট শেষ হওয়ার পর ১ জুলাই থেকে রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে দেখা গিয়েছে। পেট্রোল ও ডিজেলের দাম রাজ্যের বিভিন্ন জায়গায় ১ টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে। আর পেট্রোল-ডিজেলের দামের পর এবার দামি হয়ে গেল জমিজমা, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি। এমন দাম বৃদ্ধির পেছনে রয়েছে স্ট্যাম্প ডিউটির দাম বেড়ে (Stamp Duty Price Increased) যাওয়া।

স্ট্যাম্প ডিউটির পিছনে রাজ্য সরকারের তরফ থেকে এতদিন ছাড় দেওয়া হতো, তবে এবার রাজ্য সরকার সেই ছাড় সরকারি ঘোষণা করে তুলে দিয়েছে। ১ জুলাই সোমবার থেকে সরকারি ঘোষণা করে তুলে দেওয়া হয়েছে স্ট্যাম্প ডিউটির ওপর ছাড়। রাজ্য সরকারের তরফ থেকে ২০২১ সালের বাজেটে স্বল্প মেয়াদে সম্পত্তি রেজিস্ট্রেশন করানোর ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির উপর ২% ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি কোন এলাকার সরকারি দামও ১০ শতাংশ কমানো হয়েছিল।

আরও পড়ুন 👉 GST: GST লাভ না ক্ষতি? জিনিসের দাম বেড়েছে নাকি কমেছে! দেখে নিন হিসেব-নিকেশ

২০২১ সালের রাজ্য বাজেটে এমন ঘোষণার পর তিন বছর কেটে গিয়েছে। এই তিন বছরের মধ্যে বিধানসভা, পৌরসভা, পঞ্চায়েত এবং লোকসভা ভোট মিটে যাওয়ার পর সোমবার সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো ওই সকল ছাড় আর পাওয়া যাবে না। রাজ্য সরকারের তরফ থেকে স্ট্যাম্প ডিউটির উপর যে সকল ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছিল সেই সকল ছাড় তুলে দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই এবার খরচ বেড়ে যাবে সাধারণ মানুষদের।

স্ট্যাম্প ডিউটির উপর এবং সার্কেল রেটের উপর ছাড় দেওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল, এই সকল ছাড়ের ফলে বহু মানুষ রয়েছেন যারা নিজেদের জমি জমা ইত্যাদি রেজিস্ট্রেশন করা শুরু করেছিলেন এবং তার ফলে সরকারের রাজস্ব আদায় বেড়েছিল। এখন রাজ্য সরকারের তরফ থেকে ওই সকল ছাড়ের সুবিধা তুলে দেওয়ার কারণে অনেকেরই প্রশ্ন তাহলে কি আর রাজ্য সরকার এই সকল ছাড় দিয়ে কোন সুবিধা পাচ্ছে না?