Online Shopping: বর্তমান যুগ হলো অনলাইনের যুগ, প্রয়োজনীয় যেকোনো জিনিস বাড়িতে বসেই অনলাইন অ্যাপের মাধ্যমে খুব সহজেই পাওয়া যায়। জামাকাপড় থেকে শুরু করে খাবার এমনকি ওষুধপত্র বর্তমানে পাওয়া যাচ্ছে অনলাইন অ্যাপ এর মাধ্যমে। আজকের প্রতিবেদনে অনলাইন অ্যাপ সংক্রান্ত একটি আশ্চর্যজনক ঘটনা তুলে ধরা হবে।
জনপ্রিয় একটি অনলাইন সংস্থার (Online Shopping) কাছ থেকে প্রায় দু’বছর আগে ব্যক্তিগত প্রয়োজনে একটি প্রেশার কুকার অর্ডার করেছিলেন তরুণ। পরে অবশ্য অর্ডারটি তিনি বাতিল করে দেন। এমনকি অর্ডার করার সময় যে টাকা খরচ করেছিলেন তিনি সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যান। তাহলে এমনকি ঘটলো তার সাথে যা তিনি সোশ্যাল মিডিয়া তে আপলোড করলেন? শুনলে আপনিও অবাক না হয়ে পারবেন না। ঘটনাটি আদৌ সত্যি কিনা অনেকেই হয়তো সন্দেহ করবেন, কিন্তু এটি একেবারে সত্যি ঘটনা।
তার বাতিল করা অর্ডারটি প্রায় দু বছর বাদে তার বাড়িতে এসে পৌঁছায়। তরুণ রীতিমতো অবাক সেই পার্সেলটি পেয়ে। বাক্স খুলে দেখলেন দু’বছর আগে অর্ডার দেওয়া সেই প্রেশার কুকারটি রয়েছে বাক্সের মধ্যে। তার এই অদ্ভুত অভিজ্ঞতার কথা তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এমন ঘটনা কখনোই চোখে পড়ে না।
আরো পড়ুন: কান ধরে উঠবোস, এই কারণে সবার সামনে মান সম্মান গেল হিরো আলমের
ঘটনাটি ঘটেছে জয় নামে এক তরুণ এর সাথে। তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি স্ক্রিনশট পোস্ট করে তিনি দাবি করেছেন, তিনি অনলাইন শপিং অ্যাপের (Online Shopping) মাধ্যমে ২০২২ সালে একটি প্রেসার কুকার অর্ডার করেছিলেন কিন্তু পরে সেই অর্ডারটি বাতিল করে দিয়েছিলেন। যেই টাকা তার খরচ হয়েছিল তা তিনি ফেরত পেয়ে যান। গত বুধবার তাঁর বাড়িতে একটি পার্সেল এসে পৌঁছয়। বাক্সটি খুলে তার দু’বছর আগের করা অর্ডার দেখে তিনি রীতিমত অবাক হয়ে গেছেন। অবাক করা ঘটনা হলো দু’বছর আগে অর্ডার করা সেই প্রেশার কুকার যে সঠিক ঠিকানায় পৌঁছে গিয়েছে সেই নোটিফিকেশনও তরুণ পেয়ে গেছিলেন। ব্যাপারটি তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় তখন।
সমাজমাধ্যমের কাছে তার এই অভিজ্ঞতার কথাই তিনি শেয়ার করেন। তিনি বলেছেন, প্রেসার কুকারটির মধ্যে নিশ্চয়ই আছে কোন আলাদা রকমের বৈশিষ্ট্য। তরুণের এই পোস্টটি দেখে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। একজন নেটব্যবহারকারী তরুণকে বলেছেন তিনি সত্যিই ভাগ্যবান। আবার অন্য এক নেটব্যবহারকারী মন্তব্য করেছেন, আসলে প্রেসার কুকারটি তরুণের কাছে এসেছে সমান্তরাল বিশ্ব থেকে।