নিজস্ব প্রতিবেদন : রাজনীতির একটা লম্বা সফরের গল্প বলবে থালাইভি। তামিলের মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই মুভি। জয়ললিতা যিনি অভিনেত্রী থেকে হয়ে উঠেছিলেন তুখড় রাজনীতিবিদ। ছয়বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন তিনি।
রাজনীতির মঞ্চে তাঁর উত্থান পতন ও বলিষ্ঠ ব্যক্তিত্বকে লক্ষ্য করে দাক্ষিণাত্যের মানুষ তাকে বলতেন পুরাচ্চি থালাইভি অর্থাৎ বিপ্লবী নেতা বা বৈপ্লবিক নেত্রী। দৃঢ়চেতা শক্ত মনের জয়ললিতা অভিনয় থেকে রাজনীতির এই সফরে ছিলেন সম্পূর্ণ একা। সিমি গেরওয়ালকে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “রাজনীতিতে আসার পর নিজেকে শক্ত করেই তৈরি করেছিলেন তিনি। প্রকাশ্যে কখনো চোখের জল ফেলেন নি।”
ঝাঁ-চকচকে রুপোলি পর্দা থেকে তামিলনাড়ুর আম্মা হয়ে ওঠার গল্পটা মোটেই সহজ ছিল না, লাইমলাইট থেকে যখন সদ্য রাজনীতির আঙিনায় পা দেওয়া অনভিজ্ঞ একজন রাজনৈতিক ধীরে ধীরে হয়ে উঠলেন দক্ষ একজন রাজনীতিবিদ। আম্মার এই গল্পই পর্দায় এবার ফুটিয়ে তুলছেন চারবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত। সিনেমার নাম ‘থালাইভি’।
পর্দার আম্মাকে যথার্থ রূপে ফুটিয়ে তুলতে চরিত্রের সঙ্গে মিশে যাওয়া ছাড়াও নিজের ওয়েটও বাড়িয়ে নিয়েছেন তিনি। আগামী ২৩ এপ্রিল হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় এই মুভি মুক্তি পাবে। এ এল বিজয় পরিচালিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। ইনি এর আগে ‘মনিকর্নিকা দ্য কুইন অফ ঝাঁসি’ ও ‘বাহুবলীর’ মতো জনপ্রিয় সিনেমার চিত্রনাট্য লিখেছেন।
গতকালই প্রকাশ পেয়েছে থালাইভি সিনেমার ট্রেলার। আর এই ট্রেলার মুক্তির পরই অসাধারণ অভিনয় নজর কেড়েছে সকলের। রুপোলি পর্দা থেকে উঠে আসা জয়ললিতাকে রাজনীতির পাঠ পড়িয়েছিলেন এম জি রামচন্দ্রন। সিনেমার ট্রেলারে দেখা গেছে এই চরিত্রে অভিনয় করছেন অরবিন্দ স্বামী। দুই দশক ধরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে আসীন এম কে করুণানিধির চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন প্রকাশ রাজ।
কানাঘুষো শোনা গিয়েছিল দক্ষিণী অভিনেতা শোভন বাবুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জয়ললিতার। শোভন বাবুর এই চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন যীশু সেনগুপ্ত। জয়ললিতার ছায়াসঙ্গী ছিলেন শশীকলা। এই চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন পূর্ণা। জানকী রামচন্দ্রন চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন মধু। জয়ললিতার মায়ের চরিত্রে আছেন ভাগ্যশ্রী।
এই সিনেমার ট্রেলার হিন্দি ও তামিল ভাষায় রিলিজ করলেও দুই ভাষার ট্রেলারের মধ্যে কিছুটা পার্থক্য আছে। হিন্দি ট্রেলারে কঙ্গনার ভূমিকায় সর্বত্র দেখানো হয়েছে, অন্যদিকে তামিল ট্রেলারে এম জি রামচন্দ্রনের ভূমিকাও তুলে ধরা হয়েছে।
#ThalaiviTrailer @vishinduri @thearvindswami @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla #HiteshThakkar #RajatArora @ZeeStudios_ #GothicEntertainment @Thalaivithefilm Official Trailer (Hindi) | Kangana Ranaut | Arvind Swamy | Vi… https://t.co/c5ZRyU5ZJp via @YouTube
— Kangana Ranaut (@KanganaTeam) March 23, 2021
[aaroporuntag]
উল্লেখ্য, গতকাল ‘থালাইভি’র ট্রেলার মুক্তি পাওয়ার পর স্বাভাবিক ভাবেই হিন্দির থেকে তামিলে এই ট্রেলার বেশি জনপ্রিয়তা পেয়েছে।