Poor and Middle Class: গরিব আর নিম্ন মধ্যবিত্তদের মধ্যে ফারাক কোথায়? হিসেব দেখলে থ হয়ে যাবেন

Antara Nag

Published on:

That creates a gap between the poor and the lower middle class: সম্প্রতি এক বিনিয়োগকারী সোশ্যাল মিডিয়াতে ১ টি পোস্ট করেছেন। সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তিনি তার পোষ্টের মধ্যে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত বিভিন্ন শ্রেণীর (Poor and Middle Class) বিভাজন করেছেন তার মতন করে। সেই বিভাজনের নমুনা দেখলে আপনারও চোখ কপালে উঠবে। সৌরভ দত্ত নামের ওই বিনিয়োগকারী প্রত্যেকের লিকুইড সম্পত্তির পরিমাণের ওপর নির্ভর করে শ্রেণীর বিভাজন করেছেন। তার মধ্যে যারা ১০ লক্ষ টাকার মালিক তারা গরিবের আওতায় পড়েন।

সৌরভ দত্তের মতে, কোন ব্যক্তি যদি ১০ লক্ষ টাকার সম্পত্তির মালিক হন তাহলে তিনি গরিব। মধ্যবিত্ত হতে গেলে তার কাছে কমপক্ষে ১ কোটি টাকা থাকতে হবে। আর ২ কোটি টাকার মালিকরা উচ্চবিত্ত। ৫ কোটি টাকার মালিক হলে তিনি ধোনি বলে চিহ্নিত হবেন। যদি কারো কাছে ১০ কোটি টাকার বেশি লিকুইড সম্পত্তি থাকে তাহলে তিনি হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল বলে চিহ্নিত হবেন। নিজের পোস্টে তিনি নিজেকেও এইচএনআই বলে চিহ্নিত করেছেন।

সৌরভ দত্ত আরো বেশ কিছু কথা বলেন তার পোস্টে। তিনি জানিয়েছেন এই সম্পত্তির পরিমাণ নির্ধারণ করার জন্য এমন কিছু সম্পত্তি ধরা যেতে পারে যা ২ দিনের মধ্যে তরল টাকায় পরিণত করা যায়। যে সমস্ত সম্পত্তি তরল টাকায় পরিণত করতে ৫ দিনের বেশি সময় লেগে যায় সেই সম্পত্তিগুলিকে এই ক্যাটাগরির মধ্যে ধরা যাবেনা। স্পষ্ট ভাষায় তিনি তার পোস্টে এই কথা জানিয়েছেন। তার মতে কোন ব্যক্তি যদি ২ কোটি টাকার বাড়ির মালিক হন, তাহলে তিনি মাত্র ১০ লক্ষ টাকা ২ দিনের মধ্যে তরল টাকায় পরিণত করতে পারবেন। অর্থাৎ তিনি গরীব শ্রেণীভুক্ত (Poor and Middle Class)। এমনকি যদি কোন লোন নেওয়া থাকে তাহলে সেই লোনের অর্থ নিজের সম্পত্তি থেকে বাদ দিয়ে তবে হিসেব করা উচিত বলে মনে করছেন সৌরভ দত্ত।

আরও পড়ুন 👉 BBPS On Paytm: Paytm গ্রাহকদের জন্য সুখবর, পেমেন্ট নিয়ে থাকবে না ঝামেলা, এবার মিলবে এই সুবিধা

২ দিন আগে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সের মাধ্যমে নিজের ব্যক্তিগত হ্যান্ডেলে এই পোস্টটি শেয়ার করেছেন সৌরভ দত্ত। পোস্টটি শেয়ার হওয়ার পর থেকে ব্যাপক হারে ভাইরাল হচ্ছে। রীতিমতো সাধারণ মানুষদের সমস্ত হিসাব-নিকাশ গুলিয়ে দিয়েছেন সৌরভ দত্তের এই পোস্ট। ১ জন বলেন আমি এতদিন নিজেকে উচ্চ-মধ্যবিত্ত বলে জানতাম। কিন্তু সৌরভ দত্তের এই পোস্ট দেখার পর জানতে পারলাম আমি দরিদ্র সীমার নীচে বসবাস করি। সৌরভ দত্তের এই পোস্টের সাথে তিনি কোনভাবেই সম্মত নন।

পোস্টটিকে ঘিরে নেটিজেনরা নিজেদের মতন করে নিজেদের বক্তব্য পেশ করেছেন। তবে বেশিরভাগই এই পোস্টের বিরোধিতাই করছেন। ১ জন বলেছেন, এই পোস্টটি সম্পূর্ণ ১ জন ব্যক্তির চিন্তাভাবনা থেকে করা হয়েছে। কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা এর নেই। তাই এই পোস্টটিকে এত আমল দেওয়ার কোন কারণ নেই। আবার কেউ বলছেন একজন কোটিপতি মধ্যবিত্ত হওয়ার লড়াইয়ে নেমেছে, দেশের আর্থিক মূল্য কতটা নিচে নেমে গেছে এটা তারই প্রমাণ। শ্রেণীবিন্যাসের মাধ্যমে ২ টি শ্রেণীর পার্থক্য (Poor and Middle Class) বুঝিয়েছেন নাকি নিজের সম্পত্তি জাহির করেছেন? এইভাবে নিজেদের সম্পত্তি জাহির করার কোন কারণ নেই। জানিয়েছেন ১ নেটিজেন।