Advertisements

Ladies Prefer Scooty: শুধু কমফোর্ট নয়, এই সব কারণেও বাইক ছেড়ে স্কুটি পছন্দ করেন মেয়েরা

Prosun Kanti Das

Published on:

That is the reason why Ladies Prefer Scooty than Bike: অনেকেই হয়তো জানেন না যে মেয়েদের বাইকের থেকে অনেক বেশি পছন্দের হলো স্কুটি। বাজারে স্কুটির প্রচলন হওয়ার পর থেকেই মেয়েদের প্রথম পছন্দ হলো এই যানটি। মেয়েদের পক্ষে এটি চালাতেও সুবিধা এবং আরামদায়ক হয়। চাহিদা যেমন বাড়ছে তেমনি বাজারে বাড়ছে এর সংখ্যা। বর্তমানে যাতায়াতের সুবিধার জন্য অনেকেই বেছে নিয়েছে স্কুটি। যেকোনো জায়গায় স্বচ্ছন্দে চলে যাওয়া যায় স্কুটির মাধ্যমে। কিন্তু এই প্রশ্ন কজনের মাথায় এসেছে যে কেনো মোটরসাইকেল ছেড়ে মেয়েরা স্কুটি পছন্দ করে (Ladies Prefer Scooty)?

Advertisements

এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হবে সেইসব কারণগুলো। যাবতীয় খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি পড়ুন মন দিয়ে। এই কথা আমরা সবাই জানি যে, স্কুটারের থেকে মোটরসাইকেল অনেক বেশি ভারী হয় তাই হ্যান্ডেল করতেও খুব একটা সুবিধা হয় না। আবার অন্যদিকে স্কুটার আপনি সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে, বাইকের থেকে এই দেশে স্কুটারের বিক্রি অনেক বেশি। সাধারণত মহিলা গ্রাহকরা স্কুটার কেনে সবথেকে বেশি পরিমাণে (Ladies Prefer Scooty)।

Advertisements

বাইকের থেকে স্বাভাবিকভাবেই স্কুটি দামেও কম পড়ে। আমরা বাজারে টিভিএস, সুজুকিসহ বহু সংস্থা দেখতে পাই। এইসব কোম্পানিগুলি তাদের পুরনো সাদামাটা ডিজাইন ছেড়ে নিজেদের আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে তাও কম দামে। এছাড়া স্টাইলের দিক থেকে বিচার করলে মেয়েদের পক্ষে স্কুটার সবথেকে ভালো চয়েস (Ladies Prefer Scooty)। মোটরবাইক কিন্তু বহুমূল্য। স্কুটি আপনি সহজেই যেকোনো জায়গায় পেয়ে যাবেন। এইসব কারণেই স্কুটির বিক্রি এতটা বেড়ে গেছে।

Advertisements

আরও পড়ুন ? BS6 Bike: BS6 বাইক চালালে নুন্যতম কত পেট্রোল রাখতে হয়! না জেনে অধিকাংশরাই ফ্যাসাদে পড়ে যান

এই কথা সত্য যে রাস্তায় বেরোলে বেশিরভাগ মহিলাকে স্কুটি চালাতে দেখা যায় কিংবা বলা যেতে পারে স্কুটিতে সাধারণত মহিলাদেরই বেশি দেখা যায় (Ladies Prefer Scooty)। এটা কি কোন নতুন ধরনের ট্রেন্ড কি বলছে বিশেষজ্ঞরা? একাধিক সমীক্ষা থেকে জানা গিয়েছে, আসলে স্কুটির ডিজাইন এবং হাল্কা ওজন মেয়েদের সব থেকে বেশি পছন্দের। ট্রাফিক সিগন্যালে সহজে যাতায়াত করা যায় স্কুটি নিয়ে। বাইক পার্ক করতে যতটা না সমস্যা হয় স্কুটির ক্ষেত্রে সেটা হয় না।

আসলে এত একটি গুরুত্বপূর্ণ কারণ হলো মোটরবাইকের তুলনায় স্কুটারে যন্ত্রপাতির জটিলতা অনেক কম। এখানে গিয়ার পরিবর্তন করতে হবেনা। বেশিরভাগ স্কুটি CVT অর্থাৎ কন্টিনিউসলি ভেরিয়েবেল ট্রান্সমিশন দ্বারা চলে তাই এই যন্ত্রের প্রয়োজন পড়ে না। পাশাপাশি অধিকাংশ স্কুটির সাসপেনশন এবং ব্রেকিং থাকে সাধারণ। স্কুটারে একবার স্টার্ট দিলে আপনি সহজে যে কোন জায়গায় পৌঁছাতে পারবেন এবং রাস্তায় বেরোলে নিয়ন্ত্রণ করাও হয় খুব সহজ।

Advertisements