Smart TVs: পুজোয় টিভি কিনবেন, চলতি বছরে সবথেকে সেরা ৩টি স্মার্ট টিভি সম্পর্কে জানুন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Smart TVs: আধুনিক যুগে বেশিরভাগ মানুষের বাড়িতেই আছে স্মার্টটিভি। তবে বাড়ির জন্য টিভি কেনা একদমই সহজ নয়। কোন কোম্পানির টিভি আপনার বাড়ির জন্য সঠিক হবে সেইটা বোঝার জন্যই আজকের প্রতিবেদনটি আপনাকে পড়তে হবে। এক একটি কোম্পানিতে আপনি একেক ধরনের ফিচারস এবং সুবিধা পেয়ে যাবেন। কোনটা সবথেকে ভালো হবে সেইটা বোঝার ক্ষমতা অনেকেরই নেই। তাই আপনার মনে টিভি কেনা নিয়ে যদি কোন সংশয় সৃষ্টি হয় তা দূর করার জন্য এই প্রতিবেদনটি অনেক সাহায্য করবে।

Advertisements

যখনই আপনি স্মার্ট টিভি (Smart TVs) কেনার কথা চিন্তাভাবনা করবেন তখনই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে প্রথমেই দেখতে হবে আপনি যে টিভিটা কিনছেন তা আপনার ঘরে আদৌ কতটা ফিট। এছাড়া আপনার কিনা স্মার্ট টিভিতে প্রয়োজনমতো ফিচারস আছে কিনা সেটাও দেখা অত্যন্ত জরুরী। অডিও এবং ভিডিও কোয়ালিটি কিরকম সে বিষয়ে গ্রাহককে সর্বদাই সতর্ক থাকতে হবে। যদি ২০২৪ সালে আপনি নতুন স্মার্ট টিভি কেনেন তাহলে তিনটি সংস্থার টিভি আপনার জন্য একেবারে উপযুক্ত হবে। আসুন সেই বিষয়ে নিম্নে আলোচনা করে নেওয়া যাক।

Advertisements
১. সোনি ব্রাভিয়া XR A80J স্মার্ট টিভি (Smart TVs)
  1. রেজোলিউশন: ৩৮৪০ x ২১৬০ (4K)
  2. স্ক্রিন সাইজ: ৫৫ ইঞ্চি থেকে ৭৭ ইঞ্চি
  3. প্রসেসর: XR প্রসেসর
  4. অডিও: অ্যাকোস্টিক সারফেস অডিও+
  5. কানেক্টিভিটি: ৪টি এইচডি এমআই পোর্ট, ২টি ইউএসবি পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ
  6. স্পেশাল ফিচার: অ্যান্ড্রয়েড টিভি , XR Triluminus Pro

আরো পড়ুন: ভারতীয় বাজারে শীঘ্রই পাওয়া যাবে Sony Bravia 9 4K mini LED TV সিরিজ, জানুন দাম এবং বৈশিষ্ট্য সম্পর্কে

২. এলজি OLED EVO স্মার্ট টিভি (Smart TV)
  1. রেজোলিউশন: ৩৮৪০ x ২১৬০ (4K)
  2. স্ক্রিন সাইজ: ৫৫ ইঞ্চি থেকে ৭৭ ইঞ্চি
  3. প্রসেসর: α9 Gen5 AI প্রসেসর
  4. অডিও: ডলবি ভিশন ও ডলবি আটমস
  5. কানেক্টিভ টি: ৫টি এইচডি এমআই পোর্ট, ৩টি ইউএসবি পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ
  6. স্পেশাল ফিচার: গেম অপটিমাইজার, WEB OS, ম্যাজিক রিমোট
৩. স্যামসাং QLED 8K স্মার্ট টিভি
  1. রেজোলিউশন: ৭৬৮০ x ৪৩২০ (8K)
  2. স্ক্রিন সাইজ: ৬৫ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি
  3. প্রসেসর: কোয়ান্টাম প্রসেসর 8K
  4. অডিও: ডলবি আটমস সাউন্ড
  5. কানেক্টিভিটি: ৪টি এইচডি এমআই পোর্ট, ৩টি ইউএসবি পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ
  6. স্পেশাল ফিচার: অ্যাম্বিয়েন্ট মোড, ভার্চুয়াল এসিস্ট্যান্ট সাপোর্ট (বিক্সবি , গুগল অ্যাসিস্ট্যান্ট)
Advertisements