হেমন্ত কুমারের ‘তারে বলে দিও’ গেয়ে তাক লাগালো ৬ বছরের যমজ বোন

Sangita Chowdhury

Updated on:

নিজস্ব প্রতিবেদন : হুবুহু একই রকম দেখতে দুই যমজ বোন তানি আর মুনি, সোশ্যাল মিডিয়ায় একের পর গান গেয়ে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। দুজনের ভালো নাম সৃষ্টি দত্ত ও শ্রেয়া দত্ত। দুজনেরই বয়স ছয় বছর।

মধ্যমগ্রামের দোলতলার সৃজন মিডল্যান্ড আবাসনের বাসিন্দা তৃপ্তি দত্ত ও দেবাশীষ বাবুর এই দুই যমজ মেয়ে একে অন্যের চেয়ে কয়েক মিনিটের ছোট-বড়। কিন্তু গানের জগতে দুজনই সমকক্ষ। এত অল্প বয়সে সমস্ত রকম ধারার গানেই পারদর্শী হয়ে দুজনে রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে।

২০১৯ সালে প্রথম কমপ্লেক্সের দুর্গাপুজোতে গান গেয়েছিলো দুই খুদে। তারপর থেকেই এই দুই যমজ বোনের গান রীতমতো ভাইরাল হতে থাকে সোশ্যাল সাইটে।দেশীয় চ্যানেল আকাশ আট থেকে শুরু করে উত্তর আমেরিকার একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানেও তারা সঙ্গীত পরিবেশন করে। এই ভাবেই প্রতিভার জেরে খুদে দুই বোন রাতারাতি তারকা হয়ে গেছে।

ছোটবেলায় বাবার মুখ থেকে গানের কয়েকটি লাইন কলি শুনেই তারা গানটি রপ্ত করে ফেলেছিলো। পরবর্তীকালে বাবাই তাদের গান শেখাতে শুরু করেন। সম্প্রতি আবারও শিরোনামে উঠে এসেছে তানি মুনির নাম।

তবে এইবার ইউটিউব বা ফেসবুক নয়, নস্টালজিক বাঙালির আবেগের সঙ্গে জড়িত দূরদর্শনে প্রচারিত হলো দুই বোনের প্রতিভা। দুই বোনের আরেক আশ্চর্য প্রতিভার প্রকাশ ঘটতে দেখা গেলো। এবার আর বলিউডের গান অথবা রবি ঠাকুরের গান অথবা দেশাত্মবোধক গান নয়, বাঙালির শ্রদ্ধেয় গায়ক হেমন্ত কুমারের (মুখোপাধ্যায়) গান গেয়ে সকলকে অবাক করে দিল দুই বোন।

গত ৩০ শে আগষ্ট ডিডি বাংলার পর্দায় হেমন্ত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে ‘শতবর্ষে হেমন্ত’ বলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল দূরদর্শন। এই অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্যের মত সঙ্গীতের জগতের দিকপালরা অংশগ্রহণ করেছিলেন। আর এই সকল স্বনামধন্য গায়ক-গায়িকাদের মধ্যেই জ্বলজ্বল করছিল দুই খুদের নাম।

কিন্তু বয়সে খুদে হলে কি হবে তাদের অসাধারণ প্রতিভা এইবারও দর্শক মন্ডলীকে অবাক করেছে‌।এই অনুষ্ঠানে সকলকে অবাক করে তানি আর মুনি দ্বৈত কন্ঠে পরিবেশন করেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গান ‘তারে বলে দিও’।

একই সাথে একই তালে ঠিকমতো সময় বজায় রেখে দ্বৈত কন্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের মত একজন অবিস্মরণীয় শিল্পীর গান গাওয়া রীতিমতো দুঃসাহসের ব্যাপার। এই দুঃসাহসিক কাজ ঠিকঠাক করেই দুই বোন আবারও আপামর বাঙালি সহ সকল দর্শক বৃন্দের মন জয় করে নিয়েছে। তাদের গান শুনে সঞ্চালক মহাশয়া পর্যন্ত মুগ্ধ হয়ে গেছেন। সত্যি এত অল্প বয়সে এত চমৎকার প্রতিভা দেখলে ‘ঈশ্বর প্রদত্ত’ কথাটিই মাথায় আসে সবার প্রথমে।

ঈশ্বর প্রদত্ত কন্ঠে অসাধারণ দ্বৈত কণ্ঠের সেই গান যারা শুনেছেন তারা প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ৩ মিনিট ২৬ সেকেন্ডের সেই ভিডিওটি তাই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।