SBI-এর এই কার্ড থাকলেই কামাল, রেল থেকে বিমান, সবেতেই ছাড়ই ছাড়

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে সরকারি বেসরকারি মিলিয়ে একাধিক ব্যাংক থাকলেও সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এই ব্যাংকের গ্রাহক সংখ্যা ৫০ কোটির বেশি। দেশের বৃহত্তম এই ব্যাংক উত্তরোত্তর আরও গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার জন্য নানান সুযোগ সুবিধা দিয়ে থাকে। সেই রকমই এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন সুবিধা নিয়ে এলো।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইআরসিটিসি’র সঙ্গে গাঁটছড়া বেঁধে এমন একটি ক্রেডিট কার্ড এনেছে যা গ্রাহকদের বিপুল সুবিধা দিয়ে আসছে। এই ক্রেডিট কার্ড তৈরি করা হয়েছে মূলত ভ্রমণপিপাসুদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে। এই ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে বিপুল সুবিধা দেওয়া হচ্ছে যা গ্রাহকদের কাছে কল্পনাতীত।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ক্রেডিট কার্ড যে সকল গ্রাহকদের রয়েছে তারা ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে বিমানের টিকিট বুকিং সবকিছুতেই আলাদা ছাড় পেয়ে থাকেন। পাশাপাশি রেলওয়ে লাউঞ্জে পাওয়া যায় বিনামূল্যে প্রবেশের অনুমতি, পেট্রোল ডিজেল ইত্যাদির ক্ষেত্রেও পাওয়া যায় বিশেষ ছাড়। এছাড়াও কোথাও সফর করার ক্ষেত্রে প্রথম এই কার্ড ব্যবহার করলেই পাওয়া যায় ১৫০০ রিওয়ার্ড। প্রতি পয়েন্টের ভ্যালু এক টাকা ধরা হয়।

IRCTC-SBI Credit Card যাদের রয়েছে তারা ভ্রমণ করার ক্ষেত্রে অনেক সুবিধা পেয়ে থাকেন এবং যে সকল রিওয়ার্ড পাওয়া যায় তা তাদের ভ্রমণের খরচ অনেক কমিয়ে দেয়। যদি কোন ভ্রমণকারী এই ক্রেডিট কার্ড ব্যবহার করে বছরে ৫০ হাজার টাকা ভ্রমণের জন্য খরচ করে থাকেন তাহলে তিনি ২৫০০ রিওয়ার্ড পেয়ে থাকেন এবং এক লক্ষ টাকা খরচ করলে ৫০০০ রিওয়ার্ড পয়েন্ট।

এর পাশাপাশি বিমান ভাড়ার ক্ষেত্রে ইনস্ট্যান্ট পাঁচ শতাংশ ছাড় দেওয়া হয়। অন্যদিকে কোনরকম অনভিপ্রেত ঘটনা ঘটে গেলে ট্রেন যাত্রার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা এবং বিমান যাত্রার ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা বীমা কভারেজ দেওয়া হয়ে থাকে এই কার্ডের মাধ্যমেই।