ভোটের আগে বেকারদের জন্য বড় ঘোষণা বিজেপির, রেজিস্ট্রেশন হবে ‘প্রতিশ্রুতি কার্ড’

নিজস্ব প্রতিবেদন : বেকার সমস্যাকে হাতিয়ার করে একুশের বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে এবার এক কদম এগিয়ে পড়লো বিজেপি। ক্ষমতায় এলেই রাজ্যে ৭৫ লক্ষ বেকার যুবক যুবতীদের চাকরিতে নিয়োগ করা হবে। রবিবার সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলো গেরুয়া শিবির।

ক্ষমতায় এলে ৭৫ লক্ষ যুবক যুবতীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি রবিবার প্রথম প্রতিশ্রুতি কার্ডের রেজিস্ট্রেশন করা হলো। আর বিজেপির এই ঘোষণায় আশার আলো দেখছে যুব সমাজ। অন্যদিকে নির্বাচনকে পাখির চোখ করেই এই ঘোষণা বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

হেস্টিংসের বিজেপি কার্যালয় থেকে রবিবার সাংবাদিক সম্মেলন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায় এবং যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। আর সেই সাংবাদিক সম্মেলন থেকেই রাজ্যে বেকারত্ব বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে গেরুয়া শিবির। যার পরেই চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কার্ড ঘোষণা করেন সৌমিত্র খাঁ।

সৌমিত্র খাঁ এদিন বলেন, “আগামী দু’মাসের মধ্যে বিজেপি পৌঁছে যাবে রাজ্যের ৭৫ লক্ষ বেকার যুবক যুবতীদের কাছে। যে কার্ডে ঐসকল বেকার যুবক-যুবতীদের নাম রেজিস্ট্রেশন করা হবে। ওই কার্ডের মাধ্যমে তাদের নাম ও ঠিকানা নথিভূক্ত করে রাখা হবে। একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় এলে ওই সকল বেকার যুবক-যুবতীদের নিয়োগ করা হবে। বাংলায় বেকারত্ব সমস্যা থাকবে না। প্রতি বছর ১৫ লক্ষ করে ৫ বছরে প্রতিশ্রুতি পূরণ করা হবে।”

সৌমিত্র খাঁ-এর এই ঘোষণার পাশাপাশি এদিন মুকুল রায় রাজ্যের বেকারত্ব সমস্যাকে তুলে ধরে তৃণমূল সরকারকে কাঠ গড়ায় তোলেন। তিনি বলেন, “বাংলায় শিল্প সম্মেলন হয় কিন্তু বিনিয়োগ হয় না। সিঙ্গুরে ও কিছু হয়নি। সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানো সবথেকে বড় ভুল ছিল।”