১০০ দিনের কাজে মজুরি বৃদ্ধি করল কেন্দ্র, দেখে নিন সেই তালিকা

Antara Nag

Published on:

Advertisements

১০০ দিনের কাজের (MGNREGA) মজুরি বৃদ্ধি ঘোষণা করেছে কেন্দ্র। বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, আগামী অর্থবর্ষ থেকে ১০০ দিনের কাজের মজুরি বাড়বে। তবে সব রাজ্যে মজুরি এক রকম হবে না বলেও জানিয়েছে কেন্দ্র।

Advertisements

২০০৫ সালের মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইনের (MGNREGA) ৬(১) ধারায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, কেন্দ্র চাইলে বিজ্ঞপ্তি দিয়ে এই আইনের সুবিধাভোগীদের মজুরি নির্ধারণ করতে পারে। আর চলতি বছর গত ২৪ মার্চ বিজ্ঞপ্তি দিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রক (Ministry of Rural developement) জানিয়েছে যে, আগামী অর্থবর্ষ অর্থাৎ ১ এপ্রিল থেকে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি পেতে চলেছে।

Advertisements

জানা গিয়েছে যে, হরিয়ানায় ১০০ দিনের কাজের (MGNREGA) মজুরি সবথেকে বেশি হতে চলেছে। সেখানে শ্রমিকরা একদিনে পাবে ৩৫৭ টাকা। আর সব থেকে কম মজুরি হতে চলেছে ছত্তীশগঢ় এবং মধ্যপ্রদেশে। সেখানে এক দিনের মজুরি হতে চলেছে ২২১ টাকা।

Advertisements

১০০ দিনের কাজের ক্ষেত্রে গত বছরের তুলনায় এই বছর দৈনিক মজুরি সবথেকে বেশি বেড়েছে রাজস্থানে। বিহার, ঝাড়খণ্ডে গত বছরের তুলনায় এই বছর ১০০ দিনের কাজের দৈনিক মজুরি বেড়েছে আট শতাংশ। ছত্তীশগঢ় এবং মধ্যপ্রদেশে দৈনিক মজুরি সারা দেশে সবথেকে কম। কর্নাটক, গোয়া, মেঘালয়, মণিপুরে ১০০ দিনের কাজে দৈনিক মজুরি খুব কম হারে বেড়েছে।

সব রাজ্যে ১০০ দিনের কাজের মজুরি জানা গেলেও এক্ষেত্রে বাংলার কী প্রাপ্তি, তা এখনও জানা যায় নি। এমনিতেই ১০০ দিনের কাজের প্রাপ্য বকেয়া থেকে বাংলাকে (West Bengal) দীর্ঘদিন ধরে বঞ্চিত করে হয়েছে বলে অভিযোগ উঠছে। অথচ পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় ১০০ দিনের কাজ বেশ ভাল হয়েছে। তবু অন্যান্য রাজ্যে ১০০ দিনের কাজের মজুরি বাড়লেও বাংলার শ্রমিকদের মজুরি কেনো বাড়ালো না কেন্দ্র।

Advertisements