কোটি কোটি রেশন কার্ড বাতিল করে দিল কেন্দ্র, আপনারটা ঠিক আছে তো!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জাতীয় খাদ্য সুরক্ষা আইনের উপর ভর করে যাতে দেশের প্রতিটি মানুষ নূন্যতম চাহিদা খাবার পেয়ে থাকেন তার জন্য চালু হয়েছে রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষদের বিভিন্ন সুবিধা দেওয়া হয়ে থাকে। রেশন কার্ডের বা রেশন ব্যবস্থার গুরুত্ব সবচেয়ে বেশি উপলব্ধি করা যায় লকডাউনকালীন।

Advertisements

লকডাউন চলাকালীন যখন মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন সেই সময় তাদের খাদ্যের জোগানে অন্যতম সুরাহা হয়ে দাঁড়িয়েছিল রেশন ব্যবস্থা। সরকারের তরফ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়। তবে সরকার এই মুহূর্তে কোটি কোটি রেশন কার্ড বাতিল করে দিয়েছে বলেই জানিয়েছে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে গত পাঁচ বছরে ২.৪১ কোটি রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে বলে সংসদে প্রশ্নোত্তরে জানানো হয়। এই সকল রেশন কার্ড বাতিল করে দেওয়ার কারণ হিসাবে বলা হয়েছে, বিপুল সংখ্যক ওই রেশন কার্ড ভুয়ো। ভুয়ো এই সকল রেশন কার্ড বাতিল করে আসল উপভোক্তাদের রেশন সামগ্রী দেওয়ার লক্ষ্য নিয়েই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisements

তবে এই বিপুল সংখ্যক রেশন কার্ড বাতিল করে দেওয়ার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে আপনার কার্ডটি সুরক্ষিত আছে তো? আপনি যদি সত্যিই রেশন সামগ্রী পাওয়ার যোগ্য হয়ে থাকেন এবং কোনরকম ভুয়ো তথ্য না দিয়ে রেশন কার্ড করিয়ে না থাকেন তাহলে আপনার কার্ড অবশ্যই সুরক্ষিত থাকবে।

এছাড়াও যদি আপনার মনে কোন রকম সংশয় থাকে তাহলে আপনার রেশন কার্ড সুরক্ষিত রয়েছে কিনা তা জানার জন্য উপভোক্তাদের নিজেদের রাজ্যের খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ক্ষেত্রে https://food.wb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে RATION CARD ক্যাটাগরি বেছে নিতে হবে। এরপর নতুন যে পেজ খুলবে সেখানে বেছে নিতে হবে Check The Status of Your Ration Card ক্যাটাগরিটি। তারপর নিজেদের রেশন কার্ডের নম্বর এবং তা কোন ক্যাটাগরির তা দিয়ে স্ট্যাটাস চেক করে নেওয়া যাবে।

Advertisements