লাল্টু : বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত তরুলিয়া স্কুলে সোমবার যুগলের ঝুলন্ত দেহ দেখে চাঞ্চল্য ছড়ায়। একই ওড়নাতে পড়ুয়াদের খেলার কাঠামোয় তারা এই চরম পরিণতির পথ বেছে নেয়। পথ চলতি মানুষেরা সকালে ঘটনাটি দেখতে পান। তারপর খবর পেয়ে ছুটে আসেন এলাকার অন্যান্যরা ও পরিবারের লোকজন।
অসম প্রেম মেনে নেয়নি দুই পরিবার বলে সূত্রের খবর। যে কারণেই এমন পরিণতি বলে মনে করা হচ্ছে। প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথা জানতে পারে প্রেমিক। তারপরেই সম্ভবত দুজনে চরম সিদ্ধান্ত নেয় বলে ধারণা এলাকাবাসী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুজনের বাড়ি দুবরাজপুর ব্লকের মেটে গ্রামে। মৃত যুবকের নাম বাপন বাগদি। সে তরুলিয়া উচ্চ বিদ্যালয় দ্বাদশ শ্রেণীর ছাত্র। আর ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর পড়ুয়া লক্ষী ডােম।
দুজনের ঝুলন্ত দেহ বিদ্যালয়ের লোহার কাঠামো থেকে নামিয়ে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। তারপর ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে৷