মুক্তি পেল ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর ট্রেলার, তারপরই যা ঘটল

নিজস্ব প্রতিবেদন : ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) মুক্তি পাওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয় নানান বিতর্ক। এই ছবিকে বিজেপির প্রোপাগান্ডা বলে দাবি করে রাজনৈতিক দলগুলির একাংশ। বিতর্ক দানা বাঁধে শুরু করে দেশজুড়ে। তবে সেই বিতর্কে রেশ কাটতে না কাটতেই মুক্তি পায় নতুন একটি সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। এই সিনেমাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করে দেন। যদিও সুপ্রিম কোর্টে মুখ পুড়ে রাজ্য সরকারের।

তবে যখন দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করে সেই সময়ই শোনা যাচ্ছিল বাংলা নিয়েও একটি ছবি আসবে। সেই ছবিরই ট্রেলার মুক্তি পেয়েছে ইউটিউবে। ইউটিউবে মুক্তি পাওয়ার পরই ছবিটিকে নিয়ে শুরু হয়েছে নানান বিতর্ক। পশ্চিমবঙ্গকে নিয়ে যে সিনেমাটি তৈরি করা হয়েছে তার নাম ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary Of West Bengal)। হিন্দি এই সিনেমাটির পরিচালক হলেন সানোজ মিশ্র।

তবে নেট দুনিয়ায় এই ছবির ট্রেলার ভাইরাল হতেই নড়েচড়ে বসে পশ্চিমবঙ্গ পুলিশ। পরিচালককে পাঠানো হয়েছে আইনি নোটিশ। অভিযোগ এই সিনেমার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গকে অসম্মানিত করা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে সিনেমার পরিচালক সানোজ মিশ্রকে আগামী ৩০ মে আমহার্স্ট স্ট্রিট থানায় ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

সিনেমার পরিচালক সানোজ মিশ্রের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৫৩এ, ৫০১, ৫০৪, ৫০৫, ২৯৫এ ধারা-সহ আরও বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিনেমার পরিচালক মুম্বাইবাসী হওয়ার কারণে মুম্বইয়ের ওসিওয়াড়া থানার পুলিশের হাত দিয়েই আইনি নোটিস পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এর দ্রুত জবাব চাওয়া হয়েছে।

এই সিনেমার প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, এটা কোন সিনেমা হতে পারে না। পুরোটাই প্ররোচনা দেওয়া, ধর্মীয় ভেদাভেদ করা, বিষ ছড়ানোর চক্রান্ত। এমনকি তিনি এর প্রতিবাদে অবিলম্বে ওই সিনেমার পরিচালককে গ্রেপ্তার করা উচিত বলে মনে করছেন। অন্যদিকে এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সানোজ মিশ্র জানিয়েছেন, “সিনেমায় বাস্তবকে তুলে ধরা হয়েছে। কারো সম্মান খুন্ন করা হয়নি। ভালোভাবে গবেষণা করার পরই এই সিনেমা করা হয়েছে।”