জেলাশাসকের দেখা না পেয়ে ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি বিজেপি সাংসদের

Shyamali Das

Updated on:

হিমাদ্রি মন্ডল : বিজেপি কার্যালয়ে ভাঙচুর, বীরভূম জেলায় একের পর এক এলাকায় ক্যাব ও এনআরসি বিরোধী আন্দোলনে সরকারি সম্পত্তির ক্ষতির তদারকি করতে এসে বিজেপি সাংসদ সুভাষ সরকার বুধবার বিকাল বেলায় দেখা করলেন বীরভূম জেলা আরক্ষাধক্ষ শ্রী শ্যাম সিংয়ের সাথে। পাশাপাশি তাঁদের দেখা করার কথা ছিল জেলাশাসকের সাথেও। কিন্তু জেলাশাসককে এদিন অফিসে না পেয়ে ক্ষিপ্ত হয়ে যান বিজেপি সাংসদ থেকে কর্মীরা। তারপরেই জেলাশাসককে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন।

সুভাষ সরকার জানান, “আমরা এসপি সাহেবের সাথে দেখা করলাম। যে সমস্ত জায়গায় ভাঙচুর এবং সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে সেই সমস্ত এলাকায় পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করেছি। তিনি জানিয়েছেন ওই সমস্ত এলাকা থেকে বেশকিছু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলছে।”

কিন্তু জেলাশাসকের দেখা না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, “সকাল সাড়ে আটটায় আমরা ওনাকে মেসেজ করেছি। দুপুর দেড়টার পর তিনি ওই মেসেজের উত্তর দিচ্ছেন বিকালে রিসিডিউল প্রোগ্রাম আছে তাঁর। আসলে উনি পালিয়ে গেছেন, কারণ ওনার কাছে কোন উত্তর নেই। মুখ্যমন্ত্রী যা বলছেন বলছেন উনি সেই মতো কাজ করছেন। উনি আমাদের নজরে থাকলেন। আসলে এই সরকার তো আর বেশিদিন থাকবে না, তখন আমরা দেখে নিবো।”

বিজেপি সাংসদ সুভাষ সরকার এদিন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করায় মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে বলেন, “উনি কিসের ভিত্তিতে এই আইনের বিরোধিতা করছেন? মমতা ব্যানার্জি হিসাবে, না মুখ্যমন্ত্রী হিসাবে। উনিতো মুখ্যমন্ত্রী হিসাবে এই আইনের বিরোধিতা করছেন। যা সম্পূর্ণ সংবিধান বিরোধী।”