ব্যাঙ্কের চেয়ে পোস্ট অফিসে অনেক বেশি সুদ, FD তে বিনিয়োগ করার দারুণ সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নিম্নবিত্ত হোক অথবা উচ্চবিত্ত, প্রতিটি মানুষ যেমন অর্থ উপার্জনের পিছনে দৌঁড়ান, ঠিক তেমনই আবার তাদের মধ্যে থাকে সঞ্চয় করার তাগিদ। যে কারণে অধিকাংশ মানুষ চেষ্টা চালান দিনের উপার্জন থেকে কিছুটা হলেও সরিয়ে রেখে সঞ্চয় করার।

Advertisements

সঞ্চয় করার ক্ষেত্রে বর্তমানে বিপুলসংখ্যক মানুষ ব্যাংকের দোরগোড়ায় ছুটেন। সেখানেই তারা ফিক্সড ডিপোজিট অথবা অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেন। বর্তমানে রাষ্ট্রায়াত্ত একাধিক ব্যাংক এই সকল দীর্ঘ মেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে। সেই জায়গায় পোস্ট অফিস দীর্ঘ মেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে অনেক বেশি সুদ দিচ্ছে।

Advertisements

পোস্ট অফিস কেবল মাত্র তাদের গ্রাহকদের বেশি সুদ দিচ্ছে এমনটা নয়, এর পাশাপাশি পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে সুযোগ পাচ্ছেন বিনিয়োগকারীরা। এছাড়াও রয়েছে বিনিয়োগের ওপর নিশ্চয়তা। এই সকল দিক বিবেচনা করে বর্তমানে বহু মানুষ পোস্ট অফিসে সঞ্চয় করার দিকেও ঝুঁকছেন।

Advertisements

পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাংকের মতোই বিনিয়োগের বিভিন্ন মেয়াদ রয়েছে। যেমন এক বছর, দুই বছর, তিন বছর এবং পাঁচ বছরের জন্য FD অ্যাকাউন্ট খোলা যায়। এই প্রতিটি ক্ষেত্রেই বিনিয়োগের উপর আকর্ষণীয় সুদ দেওয়ার ব্যবস্থা রেখেছে ভারতীয় ডাক বিভাগ।

পোস্ট অফিসে দীর্ঘমেয়াদি প্রকল্পে বিনিয়োগ করার পরিপ্রেক্ষিতে FD তে ৭ দিন থেকে ১ বছরের জন্য যে সুদের হার ৫.৫০%। ২ বছরের জন্য প্রযোজ্য সুদের হার ৫.৫০%। তিন বছরের জন্য যে FD স্কিমগুলি রয়েছে সেগুলির জন্য আপনার সুদের হার ৫.৫০%। তিন বছর একদিন থেকে পাঁচ বছর পর্যন্ত যে FD স্কিম রয়েছে সেক্ষেত্রে সুদের হার হল ৬.৭০%।

Advertisements