ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে বাতিল একাধিক ট্রেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মহাসমুদ্র থেকে ঘূর্ণিঝড় বুলবুল বাড়িয়েছে নিজের ক্ষমতা। ইতিমধ্যেই প্রবল শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় ঢুকে পড়েছে গঙ্গাসাগরে। ঘূর্ণিঝড়ের বিপর্যয় থেকে বাঁচতে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলকাতা বিমানবন্দরের তরফ থেকে ১২ ঘন্টা বাতিল করা হয়েছে সমস্ত উড়ান। আর বিমান বাতিলের পর বাতিল করা হলো বেশ কয়েকটি ট্রেন।

Advertisements

Advertisements

৬৮৬৮৭ (পাসকুরা-দিঘা)
৩৮৪৩৯/৬৮৬৮৯ (হাওড়া-পাসকুরা-দিঘা)- আজ

Advertisements

৬৮৬৮৯ (দিঘা-পাসকুরা)
৬৮৬৮৮/৩৮৪১৮ (দিঘা-পাসকুরা-হাওড়া) আগামীকাল।

Advertisements