Sikkim Car Rent: এবার জলের দরে হবে সিকিম ভ্রমণ, মনমর্জি গাড়ি ভাড়া নেওয়ার দিন শেষ করে দিল সরকার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সিকিম ঘুরতে আসেন। বিভিন্ন প্রান্ত থেকে যে সকল পর্যটকরা সিকিমের সৌন্দর্যের টানে ঘুরতে আসেন তাদের সবচেয়ে বেশি খরচ হয় মূলত গাড়ি ভাড়ায় (Sikkim Car Rent)। নিউ জলপাইগুড়ি অথবা বাগডোগরা থেকে গাড়িতে করে সিকিম যাওয়ার জন্যই প্রথমেই হাজার হাজার টাকা খরচ হয়, এরপর আবার বিভিন্ন স্পটে যাওয়ার ক্ষেত্রে হাজার হাজার টাকা খরচের পাশাপাশি রয়েছে পারমিট খরচ।

Advertisements

বছরের বিভিন্ন সময় সিকিমের প্রাইভেট যানবাহনের ভাড়া নিয়ে নানান অভিযোগ তুলতে দেখা গিয়েছে পর্যটকদের। সম্প্রতি এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসতে দেখা গিয়েছে কেন্দ্রকে। মূলত প্রাক্তন এক সরকারি কর্মচারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারকে নড়েচড়ে বসতে দেখা যায়। এরপরই কেন্দ্র সরকারের তরফ থেকে সিকিম সরকারকে একটি চিঠি পাঠানো হয়। যে চিঠিতে কেন্দ্র সরকারের তরফ থেকে এই ধরনের ঘটনায় রাশ টানতে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে পাওয়া চিঠির পরই নড়েচড়ে বসতে দেখা গেল সিকিম সরকারকে। সিকিম সরকারের তরফ থেকে এই ধরনের ঘটনায় লাগাম টানার জন্য কমিটি গঠন থেকে শুরু করে নজরদারি, অভিযোগ জানানোর জন্য সেল সহ একাধিক বিষয়ের ব্যবস্থা গ্রহণ করার বন্দোবস্ত করা হয়েছে। মূলত সোমবার সরকারের তরফ থেকে একটি বৈঠকের পরই এমন একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Sikkim Tour: পর্যটকদের জন্য খারাপ খবর, সিকিম গেলেও আর যাওয়া যাবে না এই একটি জনপ্রিয় জায়গা

সিকিমের পর্যটন দপ্তরের তরফ থেকে এই বৈঠক করা হয়েছে এবং যে বৈঠক করা হয় পর্যটন দপ্তরের প্রধান সচিব সি এস রাওয়ের নেতৃত্বে। এই বৈঠকের পর তিনি যে সকল আশ্বাস দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে মনমর্জি মতো আর চালকরা গাড়ি ভাড়া নিতে পারবেন না, পাশাপাশি পর্যটকদের যাতে সমস্ত ধরনের সুযোগ-সুবিধা দেওয়া যায় সেই বিষয়টির উপরও নজর রাখা হবে। সরকারের তরফ থেকে গাড়ি ভাড়া যাতে বেঁধে দেওয়া হয় সেই বিষয়ে চিন্তাভাবনাও করা হচ্ছে।

শুধু পর্যটকদের জন্য গাড়ি ভাড়া বেঁধে দেওয়া নিয়ে চিন্তাভাবনা নয়, এর পাশাপাশি মনমর্জি মতো গাড়ি ভাড়া নেওয়ার মতো ঘটনা ঘটলে যাতে পর্যটকরা সঙ্গে সঙ্গে তা প্রশাসনের নজরে আনতে পারেন তার জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। গাড়ি ভাড়া হোক অথবা পারমিট নিয়ে লুট হলেই সরকারের কাছে অভিযোগ জানাতে পারবেন পর্যটকরা।

Advertisements