১০-১০ টা ফুটবল বিশ্বকাপ দেখার রেকর্ডের অবসান, প্রয়াত বর্ষীয়ান ফুটবল প্রেমী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ১০-১০ টা ফুটবল বিশ্বকাপ খেলা দেখার মত রেকর্ড বাংলার বুকে ছিল এই একজন ব্যক্তিরই। সেই রেকর্ডের অবসান ঘটল আজ। চলে গেলেন খিদিরপুরের বর্ষিয়ান ফুটবলপ্রেমী পান্নালাল চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে ৮৬ বছর বয়সে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নামে ময়দানে।

Advertisements

বর্ষীয়ান এই ফুটবলপ্রেমীর মৃত্যুতে আক্ষেপ একটাই, কাতার বিশ্বকাপ আর তাঁর দেখা হলো না। কাতার বিশ্বকাপ দেখতে পেলে এটা হতো তাঁর ১১ টি ফুটবল বিশ্বকাপ দেখার রেকর্ড। এত বয়সেও ফুটবলের টানে গতবছর অর্থাৎ ২০১৮ সালে রাশিয়াতে ছুটে গিয়ে ফুটবল বিশ্বকাপ দেখেছিলেন খিদিরপুরের এই চট্টোপাধ্যায় দম্পতি। আর তারপরেই বলেছিলেন, এবার হয়তো অবসরগ্রহণের পালা। ১৯৮২ খ্রিস্টাব্দে ফুটবলপ্রেমী কলকাতা প্রথম সরাসরি স্পেনের বিশ্বকাপ দেখেছিল টিভির পর্দায়। কিন্তু এই চট্টোপাধ্যায় দম্পতি টিভির পর্দায় আটকে না থেকে ফুটবলের টানে ছুটে গিয়েছিলেন সাত সমুদ্র পেরিয়ে স্বশরীরে স্পেনে। এরপর মেক্সিকো থেকে রাশিয়া সমস্ত ফুটবল বিশ্বকাপে সশরীরে উপস্থিত ছিলেন এই ফুটবল প্রেমী দম্পতি। পেলে, মারাদোনা, মেসি, রোনাল্ডো সকলকে স্বচক্ষে দেখেছেন তাঁরা।

Advertisements

Advertisements

পান্নালাল বাবুর প্রয়াণে হিরো আই লিগের তরফ থেকে ট্যুইট করে শোক জ্ঞাপন করা হয়েছে। তারা ট্যুইটে লিখেছেন, “ভারতীয় ফুটবল পান্নালাল বাবুকে ফুটবলের ময়দানে দেখতে না পেয়ে খুব মিস করবে।”

Advertisements