The groom’s entry to the wedding is on an excavator: ভারতীয়দের কাছে বিয়ের দিনটি হল সবথেকে গুরুত্বপূর্ণ। সেই কারণেই তারা এই দিনটিতে সারা জীবনের পুঁজি খরচ করে থাকে। বিয়েতে পাত্র-পাত্রীদের প্রবেশ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই সবাই চায় বরগুনের এন্ট্রি হবে একেবারে ধামাকাদার। তার জন্য প্রচুর খরচ করতেও তারা রাজি থাকে। বিয়েতে বরের এন্ট্রি (Wedding Entry) সবসময়ই জমকালো হওয়া দরকার। সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা অবাক করে দিয়েছে বহু নেটিজেনদের। এই প্রতিবেদনেই আমরা জানতে পারবো আসলে কি হয়েছিল বরের এন্ট্রির সময়?
বর্তমানে সোশ্যাল মিডিয়া দৌলতে বহু অদ্ভুত এবং মজাদার জিনিস আমাদের চোখে পড়ে তার মধ্যে বরের এন্ট্রির (Wedding Entry)এই ভিডিওটি একেবারে অনন্য। ভাইরাল হওয়া এই ক্লিপে আপনারা দেখতে পারবেন বরকে ‘ট্রাক্টর জেসিবি’ -তে দাঁড়িয়ে থাকতে। আপনি হাসতে বাধ্য হবেন যখন দেখবেন বর জেসিবি লোডারে দাঁড়িয়ে আছে। নিচে উপস্থিত লোকেরা তাকে দেখে কেউ হাসছে, অনেকে আবার ভিডিও করছেন। এই ঘটনাটি সচরাচর খুঁজলেও পাওয়া যাবে না।
এই ভিডিয়োটি কোথা থেকে ভাইরাল হয়েছে জানেন কি তা? @ck_official_555 ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বরের এন্ট্রির এই অদ্ভুত ভিডিওটি পোস্ট করা হয়েছে। বহু ইউজার বরের এই এন্ট্রিকে মজাদার একটি এন্ট্রি (Wedding Entry)হিসেবে নিয়েছেন আবার কেউ বলেছেন এটি হল গ্র্যান্ড এন্ট্রি। ঘটনাটি কখন এবং কোথায় ঘটেছে সেটা এখনো অব্দি সঠিকভাবে জানা যাচ্ছে না। কিন্তু বরের স্টাইল ইন্টারনেটে অবশ্যই আলোড়ন সৃষ্টি করছে।
আরও পড়ুন ? Nandini Di New Car: ফুটপাতের দোকান অতীত! গরিবী অতীত! এবার চার চাকায় নন্দিনী
এ চলতি বছরের একুশে জানুয়ারি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করা হয়েছে। এটি ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে আর ভিউস এবং লাইক এর সংখ্যাও প্রচুর। ইনস্টাগ্রামে এই ভিডিওটি এতটাই জনপ্রিয় হয়েছে যে বহু মানুষ এটি বারবার দেখেছেন। বরের এন্ট্রি হওয়া উচিত তো এরকম ভাবেই (Wedding Entry)।
সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজের প্রতিভাকে তুলে ধরে আবার বহু অদ্ভুত ভিডিও আমাদের চোখে সামনে আসে। আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই অবাক করে তুলবে। আমরা বিয়েতে বরের নানা রকম এন্ট্রি দেখেছি কিন্তু জেসিবি লোডারে এন্ট্রি এই প্রথমবার দেখা গেল। কয়েক মিলিয়ন ভিউ এসেছে আর ভাইরাল হওয়া ইনস্টা পোস্টে ২ লাখ ৬৬ হাজারের বেশি ইউজার লাইক করেছে। কমেন্টের সংখ্যা অগণিত এবং মানুষ নিজেদের বিভিন্ন রকমের মতামত এখানে প্রকাশ করেছেন।