একগুচ্ছ রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড গড়লো ‘দ্য কাশ্মীরি ফাইলস’, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : আজ থেকে ৩০ বছর আগে কাশ্মীর উপত্যকায় নেমে আসা ভয়ঙ্কর রাতের কাহিনী নিয়েই তৈরি হয়েছে দ্য কাশ্মীরি ফাইলস। সেদিনের সেই ভয়ঙ্কর রাতে কাশ্মীরি হিন্দু পন্ডিত পরিচয়ধারী ব্যক্তি এবং তাদের পরিবারকে কাশ্মীর ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। বিদ্রোহীদের দাপটে ঐদিন গোটা কাশ্মীর জুড়ে জীবন মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন এই হিন্দু পন্ডিত এবং তাদের পরিবাররা।

ভয়ঙ্কর সেই ঘটনাকে ছকে বেঁধে তিন ঘন্টার মধ্যে পর্দায় ফেলার কাজ খুব কঠিন হলেও সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তার এই সিনেমা দ্য কাশ্মীরি ফাইলস রিলিজ হওয়ার পর থেকেই দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। এই সিনেমাটি রিলিজ হওয়ার পর থেকেই নতুন নতুন রেকর্ড তৈরি করছে।

সিনেমাতে ফুটে উঠেছে নব্বইয়ের দশকের পুষ্কর নাথ পন্ডিত, তার পুত্রবধু সারদা, দুই পুত্র শিব ও কৃষ্ণ এবং তাদের পরিবারের উপর চলা নির্মম অত্যাচার এবং কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর ছেড়ে বেরিয়ে আসা এই সিনেমার আসল বিষয়বস্তু। সিনেমাতে তুলে ধরা হয়েছে বিদ্রোহের নামে সন্ত্রাসের আসল পান্ডা বিট্টার চরিত্র। অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।

এই সিনেমাটি রিলিজ হওয়ার পর মাত্র তিন দিনের মধ্যেই রেকর্ড ব্যবসা করেছে। একটি টুইটে উল্লেখ করা হয়েছে, “বক্স অফিসে অসম্ভব ব্যবসা… ৩য় দিনে ৩২৫.৩৫% বৃদ্ধি (প্রথম দিনের থেকে).. নতুন রেকর্ড… মেট্রো + মাস বেল্ট, মাল্টিপ্লেক্স + সিঙ্গেল স্ক্রিন.. উদ্বোধনী উইকএন্ড, দুর্দান্ত ব্যবসা… শুক্রবার ৩.৫৫ কোটি… শনিবার ৮.৫০ কোটি… রবিবার ১৫.১০ কোটি… ভারতে মোট আয় ২৭.১৫ কোটি।”

এছাড়াও এই সিনেমাটি IMDB ৬০ হাজার রেটিং পাওয়ার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই ১০ স্টার পেয়েছে। তবে আচমকা কিছু মানুষ এর রেটিং নামানোর চেষ্টা করলে তা IMDB কর্তৃপক্ষ টের পেয়ে এই সিনেমায় রেটিং পদ্ধতিতে পরিবর্তন আনে। তবে এই পরিবর্তনের ফলে সিনেমার রেটিং অনেকটা নেমে গিয়েছে। যে কারণে এর বিরোধিতা করেছেন খোদ পরিচালক এবং এটিকে অনৈতিক বলে দাবি করেছেন।