বিডন স্ট্রিটে বেহালা বাজিয়ে ভাইরাল বৃদ্ধ ‘ভগবান’, জানা গেল হাল হকিকত

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে কঠোর বিধি নিষেধ চলাকালীন উত্তর কলকাতার বিডন স্ট্রিটের নিস্তব্ধ রাস্তার এক কোণে জীর্ণ পোশাকে বেহালা বাজিয়ে ভাইরাল হয়েছিলেন এক ব্যক্তি। যেদিনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেদিন তার সাথে দেখা গিয়েছিল জীর্ণ পোশাকে হাতে তুলে নিয়ে তার স্ত্রীকেও। বুঝতে হয়তো কারোর অসুবিধা হয়নি, অভাব-অনটনের জন্যই ওই ব্যক্তি এবং তার স্ত্রী এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মাঝেও এই বয়সে বেহালা হাতে রাস্তায় বের হতে বাধ্য হয়েছেন।

Advertisements

Advertisements

উত্তর কলকাতার বিডন স্ট্রিটের ভায়োলিন হাতের ওই বৃদ্ধ ‘ভগবান’। আসলে ওই বৃদ্ধির নামই হল ভগবান মালি। তিনি মালদার বাসিন্দা। মালদাতে বর্তমানে রয়েছেন তার এক ছেলে। আর কলকাতায় তিনি এসেছেন তার মেয়েকে দেখতে। তার মেয়ের বিয়ে হয়েছে কলকাতায় এবং তিনি সদ্য মা হয়েছেন।

Advertisements

ছোটবেলা থেকেই তিনি এই বেহালা বাজানো শিখেছেন তার বাবার কাছ থেকে। তারপর থেকে আর এই বাদ্যযন্ত্রকে ছাড়তে পারেননি। তবে বর্তমানে তিনি রাস্তায় এইভাবে বেহালা বাজিয়ে ঘুরে বেড়ানোর কারণ হিসেবে জানিয়েছেন, ‘পেটের খিদে’। জানিয়েছেন, ‘খিদে মেটানোর জন্য কিছু তো করতে হবে।’

এটাও জানা গিয়েছে, ওই বৃদ্ধ দম্পতির মোট তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। যাদের মধ্যে দুই ছেলে বিয়ে করার পর নিজেদের সংসার গুছিয়ে নিয়েছেন। ছেলেরা নিজেদের সংসার গুছিয়ে নিলেও নিজের সংসার গোছাতে পারেননি এই দম্পতি। তাই বর্তমানে এই বেহালা বাজিয়েই যেটুকু উপার্জন হয় তাতেই চলে যায় তাদের সংসার। ভগবান মালি জানিয়েছেন, এই ভাবে বেহালা বাজিয়ে বাজিয়ে রাস্তায় ঘুরে ঘুরে তিনি ১০০, ১৫০ কখনো বা ২০০ টাকা পর্যন্ত উপার্জন হয়ে যায়।

তবে মেয়ে-জামাই থাকা সত্ত্বেও কেনো এই ভাবে তাদের রাস্তায় ঘুরে ঘুরে বেহালা বাজাতে হচ্ছে? এই প্রশ্নের জবাবে ভগবান জানিয়েছেন, ‘কাজ নেই। কারখানায় কাজ করেন কিন্তু বন্ধ রয়েছে এখন।’ লকডাউন অর্থাৎ কঠোর বিধি-নিষেধ উঠে গেলে মেয়েকে মালদা নিয়ে যাবেন হওয়া খাওয়াতে বলেও তিনি জানিয়েছেন।

ভগবান মালির স্ত্রী সরিতা মালি জানিয়েছেন, “আমি ওর সাথে সাথেই থাকি। কারণ ওর চোখের একটু প্রবলেম আছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেহালা বাজায়। এইভাবেই চলে যাচ্ছে আমাদের দিন।” সরিতা মালি আরও জানিয়েছেন, ‘আমি ওর এই বেহালা বাজানোর প্রতিভা দেখেই ভালোবেসে বিয়ে করেছি।’ অর্থাৎ এই দুই আর্থিক অনটনে থাকা প্রতিভাবান বৃদ্ধ দম্পতির মাঝে লুকিয়ে রয়েছে ভালোবাসার এক কাহিনীও। সুরের টানে সরিতা বিয়ে করেছিলেন ভগবানকে। এই কাহিনী সিনেমার কাহিনী কেউ যেন হার মানাবে।

বর্তমানে এই বৃদ্ধ দম্পতি রয়েছেন বিবেকানন্দ রোডের ব্রিজের নিচে। সেখানেই ফুটপাতে তাদের রান্নাবান্না এবং খাওয়া-দাওয়া।

Advertisements