Match Fee of Kohli: এই বয়সে ১০০০ কোটির মালিক! এক ম্যাচে কোহলির রোজগার শুনলে ভ্যাবাচ্যাকা খাবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

You will be surprised to hear Kohli’s income per match: ভারতীয় ক্রিকেট বর্তমানে বিশ্বে এক আলাদা স্থান দখল করেছে। শচীনের পর টিম ইন্ডিয়ার অন্যতম ক্রিকেটার বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ শুনলে চক্ষু কিন্তু চড়কগাছ হবে। তার সম্পত্তি কিন্তু ইতিমধ্যেই ১০০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের শুধুমাত্র অধিনায়ক নন, তিনি একজন বিত্তবান ক্রিকেটারও বটে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সত্যি তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার আয়ের হিসাব কষতে হলে অবাক হতে হবে সবাইকে। ম্যাচ ফি (Match Fee of Kohli), বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্ট সব কিছুই তার আয়ের উৎস।

Advertisements

সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে স্টক গ্রোর পক্ষ থেকে। জানলে অবাক হতে হবে কারণ প্রতিবেদন থেকে জানা যায় যায় যে, কোহলির আয়ের বড় একটি অংশ বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেই আসে। বিরাট কোহলি এসব ছাড়াও বিভিন্ন স্টার্টআপেও বিনিয়োগ করেছেন। তারই মধ্যে উল্লখযোগ্য হলো ব্লু ট্রাইব, ইউনিভার্সাল স্পোর্টসবিজ, এমপিএল, ডিজিটের মতো উঠতি সংস্থা। সূত্রের মাধ্যমে খবর পাওয়া যায় যে, বর্তমানে তিনি ১৮টির বেশি ব্র্যান্ডের অ্যাম্বাসাডার। তবে ম্যাচ প্রতি (Match Fee of Kohli) বিরাট কোহলি কত টাকা করে নেন সেটা কি জানেন?

Advertisements

বিরাট কোহলির ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাথে যে আর্থিক চুক্তি রয়েছে, তাতে তিনি A+ ক্যাটেগরিতে রয়েছেন। সেই কারণে তার বার্ষিক আয় হলো ৭ কোটি টাকা। বিরাট প্রতি টেস্ট ম্যাচ খেলে ১৫ লাখ টাকা উপার্জন করেন (Match Fee of Kohli)। জানেন তার ওয়ানডে ম্যাচের ফি কত? তিনি প্রতি ম্যাচে পান ৬ লাখ টাকা। আর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে তিনি আয় করেন ৩ লাখ টাকা। এছাড়া বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল থেকে বছরে ১৫ কোটি টাকা আয় করেন তিনি।

Advertisements

বিরাট কোহলির আইপিএল টুর্নামেন্ট এ ভালোই পারফরম্যান্স করেছিলেন। তিনি টানা ক্রিকেট খেলছেন মার্চ মাসের শেষ থেকে। আইপিএল এ জয়ের সাফল্য না পেলেও শেষ দুটো ম্যাচে তাঁর শতরান সত্যি ছিল চমকপ্রদ। গোটা ভারতবর্ষ আশা করেছিল যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচেও “বিরাট” চমক দেখা যাবে। কিন্তু শেষটা মোটেই ভালো হয়নি।

ভারতীয় অধিনায়ক ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচের জোড়া ইনিংসেই ব্যর্থ হয়েছেন। তার জন্য অবশ্য তাকে যথেষ্ট সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। বর্তমানে তিনি দেশেই ছুটি কাটাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে আগামী মাস থেকে। তার আয় (Match Fee of Kohli) যেমন বিরাট, তেমনি তার ক্রিকেটের জাদু দেখার জন্য অপেক্ষা করে থাকে তার ভক্তরা।

Advertisements