আলোচনা ব্যর্থ হলে উপায় সেনা, চিনকে শিক্ষা দিতে ইঙ্গিত রাওয়াতের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘাত দীর্ঘদিন হয়ে গেলেও এর এখনো পর্যন্ত উত্তাপ কমেনি। বারংবার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হলেও ইতিবাচক সাড়া মিলছে না। আর এমত অবস্থায় দুই দেশের মধ্যে যখন সীমান্ত উত্তাপ বেড়েই চলেছে তখন বড়োসড়ো ইঙ্গিত দিলেন ভারতের চিপ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তিনি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে একমাত্র উপায় হল সেনা।

Advertisements

Advertisements

ভারতের চিপ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের কথায় লাদাখ নিয়ে চীনের সাথে আলোচনা চলছে। আর এই আলোচনা যদি নিতান্তই ব্যর্থ হয়, কোন সমাধান বেরিয়ে না আসে তাহলে এক এবং একমাত্র উপায় হতে পারে সেনা। দুই দেশের মধ্যে সীমান্ত এলাকা নিয়ে দ্বিমত থাকার কারণেই এই ঝামেলার উৎপত্তি। আর এই ঝামেলা দীর্ঘদিন ধরে চলে আসলেও গত চার দশক পর পূর্ব লাদাখে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে দুই দেশের সেনাদের মধ্যে।

Advertisements

বিপিন রাওয়াত জানিয়েছেন, ভারতের তরফ থেকে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নেবার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এর পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীও সব রকম ভাবে প্রস্তুত।

পূর্ব লাদাখে ভারত-চীন সেনা সংঘাতের পর কেন্দ্র সরকারের তরফ থেকে চীনকে মোক্ষম জবাব দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেশে চিনা সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত ৫৯টি জনপ্রিয় অ্যাপ সহ আরো বেশ কতকগুলি অ্যাপ নিষিদ্ধ হয়েছে। এর পাশাপাশি চিনা সংস্থাদের কোটি কোটি টাকার বরাত বাতিল করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আবার এর পাশাপাশি লাদাখের সীমান্ত এলাকা পরিদর্শন করে এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও সীমান্ত এলাকা পরিদর্শন করে এসেছেন। আর দিনের পর দিন চিনা আগ্রাসন নীতি সীমান্ত উত্তেজনা বাড়িয়ে তুলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements