নিজস্ব প্রতিবেদন : সরকারি চাকরির ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত মোদি সরকারের। এবার থেকে নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের। সর্বভারতীয় একটি পরীক্ষার মাধ্যমেই ২০টি সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি অর্থাৎ জাতীয় নিয়োগ সংস্থা গঠনের অনুমোদন দিল মন্ত্রিসভা। এই পরীক্ষার মাধ্যমেই ব্যাঙ্ক, রেল পোস্ট অফিস ইত্যাদির মত বিভিন্ন কেন্দ্র সরকার দ্বারা নিয়োজিত পদে নিয়োগ করা হবে।
আর এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠনের অনুমতি চাকরি প্রার্থীদের জন্য সুখবর বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সব পরীক্ষাকে এক ছাদের তলায় আনার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। এই এজেন্সি গঠন হয়ে গেলে কেন্দ্রীয় সমস্ত পরীক্ষার ক্ষেত্রে একটি মাত্র কমন এন্ট্রান্স টেস্ট হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এমনটাই জানান কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
সূত্র মারফত জানা গিয়েছে আগামী বছর অর্থাৎ ২০২১ সাল থেকেই এই নয়া নিয়ম জারি করতে পারে কেন্দ্র সরকার। এর ফলে আগামী বছর থেকেই নতুন নিয়মে চাকরি প্রার্থীরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে কমন এন্ট্রান্স টেস্ট (সিইটি) এর মাধ্যমে গ্রুপ-বি ও গ্রুপ-সি বিভাগেই কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। বর্তমানে প্রতি বছর দেশের ১ লক্ষ ২৫ হাজার সরকারি পদের জন্য পরীক্ষা গ্রহণ করা হয়। যে সকল পরীক্ষার জন্য আনুমানিক ২.৫ কোটি পরীক্ষার্থী প্রতি বছর আবেদন করে থাকেন।
The National Recruitment Agency will prove to be a boon for crores of youngsters. Through the Common Eligibility Test, it will eliminate multiple tests and save precious time as well as resources. This will also be a big boost to transparency: PM Narendra Modi (file pic) pic.twitter.com/dg8I6beL9F
— ANI (@ANI) August 19, 2020
আর এই নতুন পদ্ধতিতে নিয়োগের জন্য একটি রেজিস্ট্রেশন পোর্টাল করা হবে বলে জানা গিয়েছে। আর এই পোর্টালের মাধ্যমে চাকরি পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আর এই রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষার্থীদের একবার মাত্র ফি জমা করতে হবে। এমনকি সব পরীক্ষার ক্ষেত্রে একটিমাত্র কমন সিলেবাস থাকবে। আর এই সকল জেলার জন্য প্রতিটি জেলাতেই পরীক্ষা কেন্দ্র করা হবে। এমনকি এটাও জানা গিয়েছে নির্দিষ্ট বয়স সীমার মধ্যে একজন পরীক্ষার্থী যতবার খুশি পরীক্ষায় বসতে পারবেন।