Bajaj Chetak: বাজাজ এর Chetak e-Scooter এ করে এক চার্জেই ঘুরে আসুন দিঘা থেকে

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Bajaj Chetak: বাজাজ হল দেশের এমন একটি দুই চাকা প্রস্তুতকারী কোম্পানি যা দীর্ঘদিন রাজত্ব করছে। বর্তমানে মার্কেটে এর একাধিক গাড়ি ক্রেতাদের মন জয় করেছে। তবে সংস্থাটি সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে জ্বালানিচালিত স্কুটারের পাশাপাশি ব্যাটারিচালিত স্কুটার প্রস্তুত করেছে। আপনারা অনেকেই হয়ত জানেন যে, আশির দশকে দেশের গাড়ির বাজারের অন্যতম জনপ্রিয় দুই চাকার গাড়ি ছিল চেতক স্কুটার। তারই নয়া সংস্করণ মার্কেটে রীতিমত শোরগোল ফেলে দিয়েছে।

Advertisements

চেতক (Bajaj Chetak) স্কুটারটির ২০২০ সালে নয়া বৈদ্যুতিক সংস্করণ মার্কেটে এনেছে। গ্রাহকদের থেকেও ভালোরকম সাড়া পেয়েছে এই নয়া গাড়িটি। বাজাজ কোম্পানির অন্যতম স্কুটার চেতক এখন রীতিমতো মার্কেট কাঁপাচ্ছে। তবে এই গাড়ির কোম্পানিটি গ্রাহকদের জন্য এনেছে দুর্দান্ত চমক। চেতকের একটি নয়া সংস্করণ লঞ্চ করেছে কোম্পানিটি যা দিচ্ছে দুর্দান্ত মাইলেজ।

Advertisements

সূত্র মারফত জানা গেছে যে, বাজাজ অটোর তরফ থেকে চেতকের এক নয়া বৈদ্যুতিক সংস্করণ আনা হয়েছে। এই ভ্যারিয়েন্টটির নাম দেওয়া হয়েছে Chetak Blue 3202 (Bajaj Chetak)। নয়া এই ভ্যারিয়েন্টটির দাম হল ১.১৫ লক্ষ টাকা (এক্স শোরুম)। নতুন গাড়িটির দাম চেতক ব্লু ৩২০১ স্পেশাল এডিশনের তুলনায় প্রায় ১৪০০০ টাকা কম। ভারতের জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে সহজেই পাওয়া যাবে এই গাড়িটি।

Advertisements

আরো পড়ুন: বাজার কাঁপাতে কোমর বেঁধে নেমেছে বাজাজ অটো, লঞ্চ করল নতুন সিএনজি বাইক বাজাজ ফ্রীডম ১২৫

ক্রেতারা নতুন চেতক ব্লু ৩২০২ (Bajaj Chetak) ভ্যারিয়েন্টটির চারটি ধরনের রঙের বিকল্প পাওয়া যাবে। রঙগুলি হল ব্রুকলিন ব্ল্যাক, সাইবার হোয়াইট, ইন্ডিগো মেটালিক এনং ম্যাট কোর্স গ্রে। স্কুটারটির অগ্রিম বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কোন ব্যক্তি ২০০০ টাকার টোকেন মূল্যের পরিবর্তে চেতকের অফিশিয়াল ওয়েবসাইটে স্কুটারটির বুকিং করতে পারেন। স্যান্ডার্ড বাজাজ চেতক ট্রিমটিতে আর্বান ও প্রিমিয়াম নামক দুই ধরনের ভ্যারিয়েন্টের সুবিধা পাবে ক্রেতারা। দুই চাকার এই গাড়িটিতে থাকবে ৩.২ kWh ব্যাটারি প্যাক, তবে এই স্কুটারে একবার চার্জ দিলেই যাওয়া যাবে ১৩৭ কিলোমিটার। নয়া ব্যাটারি সেলের কারণে স্কুটারটির এই ভ্যারিয়েন্টটি দুর্দান্ত রেঞ্জ অফার করছে।

এই স্কুটারেও পাওয়া যাবে TecPac প্যাকেজের সুবিধা এবং এর মধ্যে আছে বেশ কিছু দুর্দান্ত ফিচার যেমন, হিল হোল্ড অ্যাসিস্ট্যান্স, রোল ওভার ডিটেকশন এছাড়াও আছে স্পোর্ট ও ক্রল নামক এক্সট্রা রাইডিং মোডের অপশনল ফিচার। এই ভ্যারিয়েন্টটির অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারগুলি হল এলইডি ডিআরএল সহ এলইডি হেডলাইট, একটি ইউএসবি চার্জিং পোর্ট, ওভার দ্য এয়ার আপডেট সহ বাজাজ অ্যাপের ইন্টিগ্রেটেড কনেকটিভিটি অপশন। বাজাজের এই জনপ্রিয় ইলেকট্রিক স্কুটারের নয়া ভ্যারিয়েন্টটি ক্রেতাদের মন জয় করবে এবং স্বাভাবিকভাবে বিক্রি বৃদ্ধি করবে।

Advertisements