ভারতীয় মার্কেটে ইলেকট্রিক গাড়ির (Electric Vehicle) চাহিদা দিন দিন বাড়ছে। এই চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন ও পুরনো অটোমোবাইল কোম্পানিগুলো ধীরে ধীরে তাদের পোর্টফোলিওতে ইলেকট্রিক গাড়ির সংখ্যা বৃদ্ধি করছে। এই তালিকায় Tata Motors তাদের একটি লো বাজেট EV লঞ্চ করার পরিকল্পনা করছে। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, খুব শীঘ্রই Tata Nano-এর ইলেকট্রিক অবতার দেখা যাবে। এই রিপোর্টের পরে এখন Tata Nano EV এর ডিজিটাল ছবিগুলি অনলাইনে প্রকাশিত হয়েছে।
রতন টাটার (Ratan Tata) মস্তিষ্কপ্রসূত ন্যানো আবারো কামব্যাক করেছে এক নতুন রূপে। আমাদের দেশে সস্তার কিছু পরিমাণ তেলচালিত গাড়ি থাকলেও ব্যাটারী চালিত সস্তার গাড়ি একদমই ছিল না। আর তাই লো বাজেট সেগমেন্টে মানুষ জ্বালানি চালিত হ্যাচব্যাক কিনতে বাধ্য হচ্ছিলেন। কিন্তু এবার নয়া অবতারে আসা টাটা ন্যানো বাজারে রীতিমত আলোড়ন ফেলেছে। Tata Nano EV তে রয়েছে দারুণ স্পোর্টি লুক।
ন্যানোকে কিন্তু বিভিন্ন রূপে দেখতে পাবেন আপনি। গাড়িটিতে রয়েছে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে এবং রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগের একটি ৭-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়া ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগও রয়েছে।
ইলেকট্রিক গাড়িটির বিভিন্ন ভেরিয়েন্ট দুর্দান্ত ডিজাইন এবং স্পোর্টি লুকে পাওয়া যাবে। প্রায় পুরো গাড়িতেই বিরাট পরিবর্তন এসেছে। সাসপেনশন সেটআপ এবং টায়ারগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। শুধু তাই না, গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়িয়ে বড় আকারের অ্যালয় হুইলও রয়েছে সেখানে।
মিডিয়া রিপোর্টগুলি থেকে জানা গিয়েছে, Tata Nano EV-র দাম হতে পারে সম্ভবত ৫ লাখ টাকা। তবে তার কমেই গাড়িটি লঞ্চ করা হবে বলে আশা করা যায়। কিন্তু এক্কেবারে হাই-এন্ড ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৫ লাখ টাকা। এই গাড়িতে একটি ৭২ V ব্যাটারি প্যাক দেওয়া হবে, যা একবার চার্জে ২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।