নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক জালিয়াতি, প্রতারণা ভারতে নিত্যদিনের ঘটনা। প্রতিদিন কোন না কোন জায়গায় সাধারণ মানুষদের প্রতারণার শিকার হতে হচ্ছে। ব্যাঙ্কের তরফ থেকে বারংবার প্রতারণার রুখতে নানান পদক্ষেপ গ্রহণ করা হলেও বহুক্ষেত্রেই মানুষ তাদের অসাবধানতাবশত প্রতারণার সম্মুখীন হন।
মানুষ এই সকল প্রতারণার সম্মুখীন হন কখনো অচেনা ব্যক্তিকে ফোন মারফৎ ব্যাঙ্কিংয়ের নানান তথ্য এবং ওটিপি দিয়ে, কখনো আবার এটিএম কার্ড ক্লোনের মাধ্যমে প্রতারণার সম্মুখীন হন।
আর এই সকল প্রতারণার রুখতে দেশের প্রতিটি ব্যাঙ্কই প্রতিদিন নতুন নতুন পদক্ষেপের পথে হাঁটছে। কখনো টাকা তোলার ক্ষেত্রে করা হচ্ছে নিয়ন্ত্রণ, কখনো পুরাতন ডেবিট কার্ড বদলে নতুন এবং আরও উন্নত প্রযুক্তির ডেবিট কার্ড দেওয়া হচ্ছে গ্রাহকদের, কখনো আবার ডেবিট কার্ড তুলে দিয়ে Yono র মত অ্যাপের মাধ্যমে টাকা তোলার সিদ্ধান্ত গ্রহণের পথে হাঁটছে। তবে এবার এই সকল সব কিছুকে ছাড়িয়ে একেবারে যুগান্তকারী পদক্ষেপ নিল এসবিআই (SBI)।
Introducing the OTP-based cash withdrawal system to help protect you from unauthorized transactions at ATMs. This new safeguard system will be applicable from 1st Jan, 2020 across all SBI ATMs. To know more: https://t.co/nIyw5dsYZq#SBI #ATM #Transactions #SafeWithdrawals #Cash pic.twitter.com/YHoDrl0DTe
— State Bank of India (@TheOfficialSBI) December 26, 2019
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করে জানিয়েছে, এবার থেকে এটিএম থেকে ১০০০০ টাকার বেশি নগদ তুলতে গেলে লাগবে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড। ওই ওটিপি ছাড়া আর টাকা তোলা যাবে না। নতুন নিয়মে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত রেজিস্টার মোবাইলে টাকা তোলার সময় ওটিপি পাঠানো হবে। ওটিপি না দিলে ওই টাইমে টাকা তোলা যাবে না। এই নতুন নিয়ম আগামী ১লা জানুয়ারি ২০২০ থেকে শুরু হচ্ছে।
যদিও এই পদ্ধতি অবশ্য অন্য কোনো ব্যাঙ্কের এটিএমে কাজ করবে না। এছাড়াও ১০,০০০ টাকার নিচের অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর ব্যাঙ্কের নতুম সিদ্ধান্ত অনুযায়ী রাত্রি ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত মাত্র ১ বার টাকা তোলা যাবে।
এসবিআইয়ের তরফ থেকে আরও জানানো হয়, এই পদক্ষেপ শুধুমাত্র গ্রাহকদের মূলধনের নিরাপত্তার জন্যই আনা হয়েছে। ব্যাঙ্কের সাথে গ্রাহকদের যে মোবাইল নাম্বার যুক্ত করা থাকবে সেই নাম্বারেই আসবে ওটিপি। এটিএমের জন্য আলাদা করে কোন নাম্বার সংযুক্ত করার প্রয়োজন নেই।
প্রসঙ্গত, ভারতবর্ষে এমন পদক্ষেপ প্রথম নিয়েছিল কানাড়া ব্যাঙ্ক, তারপরেই একই পথে হাঁটলো SBI.