বীরভূমে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২০০০

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২০০০। শনিবার পর্যন্ত এযাবৎ মোট আক্রান্তের সংখ্যা নিরিখে ২০০০ এর গণ্ডি ছাড়ালো। তবে জেলায় সুস্থ হয়ে ওঠেন সংখ্যা সাড়ে ১৩০০-র কাছাকাছি। এযাবৎ জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন মোট ১৪ জন।

Advertisements

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় বীরভূমে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ জন। আর এর পরেই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০১১। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ জন। বর্তমানে বীরভূমে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ১৩৪৯। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি। এযাবত মোট প্রাণহানির সংখ্যা ১৪। বর্তমানে জেলায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৬৪৮ জন।

Advertisements

অন্যদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০১২ জন। যার পরে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লক্ষ ৫৬ হাজার ৭৬৬। গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা বেশ আশাজনক। সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩১২ জন। বর্তমানে রাজ্যের মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ১ লক্ষ ২৭ হাজার ৬৪৪। তবে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে প্রাণ হারিয়েছেন ৫৩ জন। করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩১২৬। বর্তমানের রাজ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ২৫ হাজার ৯৯৬ জন।

অন্যদিকে দেশজুড়ে আগামী ১লা সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আনলক পর্যায়ের চতুর্থ ধাপ। এই পর্যায়ে খুলে যাচ্ছে সিনেমা হল, থিয়েটার, বিনোদন কক্ষ, সুইমিং পুল। বিশেষ ছাড় দেওয়া হচ্ছে রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক সমাবেশে (সর্বাধিক ১০০ জন জমায়েত)। শুরু হয়ে যাবে মেট্রো রেল পরিষেবা। এমনকি স্কুলে গিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন-পাঠনের ক্ষেত্রেও মিলেছে অনুমোদন। তবে সে ক্ষেত্রে অভিভাবকদের লিখিত সম্মতি আবশ্যিক। অন্যদিকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

Advertisements