আইফোনের রিংটোন বাজছে, নাকি টিয়া কথা বলছে, ধরা মুশকিল

SHARMISTHA CHATTERJEE

Updated on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নানান পশু পাখির ভিডিও আগেও সামনে এসেছে তবে সেই প্রত্যেকটি ভিডিও মানুষের খুব দ্রুত মন কেড়ে নেয়। সম্প্রতি এমনই একটি পাখির ভিডিও সামনে এসেছে যা দেখে সত্যিই তাজ্জব হয়ে যেতে হয়।

Advertisements

অনেকেই বাড়িতে নানান ধরনের পাখি পোষেন। সেই সব পাখিগুলি কথা শিখে সঙ্গে সারাদিন আপন মনে বুলি আওড়াতে থাকে। অধিকাংশ ক্ষেত্রে না দেখলে বোঝাই যায় না যে, কথাগুলো কোনও পাখি বলছে নাকি কোনও মানুষ! কাজেই বাড়িতে একটা টিয়া পাখি বা কাকাতুয়া থাকলে এমনিই সময় কেটে যায়। ঠিক যেমন করে গুচিকে নিয়ে সময় কেটে যায়। গুচি একটি টিয়া। আইফোনের রিংটোন সে এমনই অনুকরণ করতে পারে।

Advertisements

যা শুনে নেটবাসীদের দাবি, ‘অরিজিনালের থেকেও ভাল’। আইফোনের রিংটোন, নাকি টিয়া পাখি নকল করছে সেটি, না দেখে ধরাটা একটু কষ্টকর। গুচির একটি ভিডিও সম্প্রতি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে সে আইফোনের রিংটোনটাই অনুকরণ করে দেখিয়েছে।

Advertisements

জানা গিয়েছে, ইনস্টাগ্রামে এই ভিডিওটি সর্বপ্রথম পোস্ট করা হয় গুচি গোওডা নামের একটি অ্যাকাউন্ট থেকে। গুচি নামের এই টিয়া পাখিটি যাঁদের পোষ্য সেই পূজা দেবরাজ এবং হারসিথ এই পেজ থেকে প্রায় দিনই ভিডিও পোস্ট করেন। গুচি হল টিয়ার ভোসমায়েরি ইকলেক্টাস প্রজাতির। এই ধরনের প্রজাতির টিয়া পাখি সাধারণত লাল রঙের দেখতে হয়। বড় লেজও থাকে। এক কথায় দেখতে অসাধারণ সুন্দর এই পাখি।

গত সোমবারই ভিডিও পোস্ট করা হয়। তার পর থেকে বিপুল সাড়া মিলেছে নেটপাড়ায়। প্রচুর মানুষ ইতিমধ্যেই এই ভিডিয়োটি দেখে ফেলেছেন। অগুনতি লাইক পড়েছে। আর সেই সঙ্গে কমেন্ট সেকশন তো নানারকম মন্তব্যে ভরে গিয়েছে। মূলত, ‘কিউট’ মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন
নেটিজেনদের একজন প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে, এটি কোনও একটি টিয়া পাখির আওয়াজ। একটি টিয়া পাখি এমন অবিশ্বাস্য রিংটোন নকল করা দেখে তিনি লিখেছেন, “কোনও এক ইকলেক্টাস টিয়া পাখির থেকে এমন আকর্ষণীয় শব্দ আমি এই প্রথম শুনলাম। অসাধারণ।”

Advertisements