পরিষেবা দিচ্ছে না পোস্ট অফিস, অভিযোগ তুলে তালা ঝোলালেন গ্রাহকরা

লাল্টু : যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে সেদিন সকাল থেকেই বন্ধ পোস্ট অফিস। পোস্ট অফিস বন্ধ রাখার কথা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। আর দুদিনের জন্য পোস্ট অফিস খোলা হলেও পেনশন ও নিজেদের কর্মীদের বেতন ছাড়া আর কিছু হবেনা। অন্যান্য গ্রাহকদের মিলবেনা পরিষেবা। এমনই অভিযোগ উঠল বীরভূমের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোস্ট অফিসের বিরুদ্ধে। অভিযোগ তুলে পোস্ট অফিসের মূল দরজায় তালা ঝুলিয়ে দেন গ্রাহকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

শুক্রবার এমন ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “পোস্টমাস্টার সকালবেলায় বলেন, কেবলমাত্র পেনশন হোল্ডার ও আমাদের কর্মীদের বেতন দেওয়ার জন্য পোস্ট অফিস খুলেছি। অন্য কোনো গ্রাহক আজ ও কাল পোস্ট অফিস খোলা থাকলেও পরিষেবা পাবেন না।” যার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই পোস্ট অফিসের গ্রাহকরা।

হেতমপুর পোস্ট অফিসের একজন গ্রাহক অশোক আচার্য জানান, “পোষ্ট অফিসের পোষ্ট মাস্টারের এমন উত্তর শুনে আমি পোস্ট অফিসের উচ্চপদস্থ আধিকারিকদের ফোন করি। কিন্তু তারা জানান, সকলকেই পরিষেবা দেওয়া হবে। অথচ এখানকার পোস্টমাস্টার সে কথা মানতে রাজি না হওয়ায় তালা বন্ধ করে দি।”

যদিও ঘটনার বিষয়ে হেতমপুরের ওই পোস্ট অফিসের পোস্ট মাস্টার দাবি করেন, “সেরকম কিছু হয়নি।” তিনি গ্রাহকদের অভিযোগ অস্বীকার করে জানান, “আমরা সকলকে পরিষেবা দেবো একথাই বলেছিলাম। আর পরিষেবা পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে।”

পোস্ট অফিসে এমন ঝামেলার খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা গ্রাহকদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি সামাল দেন।