বিশ্বভারতীর সমাবর্তনে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Shyamali Das

Published on:

অমরনাথ দত্ত : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এবার পা রাখতে চলেছেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রীতি অনুসারে তিনি বিশ্বভারতীর সর্বোচ্চ পরিদর্শকের পদে রয়েছেন। তিনি ১১ ই নভেম্বর বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে বিশ্বভারতী সূত্রে।

বিশ্বভারতীতে রাষ্ট্রপতি’র উপস্থিতি নিয়ে রাইসিনা হিল থেকে সবুজ সংকেত পাওয়ার পর ইতিমধ্যেই প্রস্তুতির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আসতে চলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে ২০১৮ সালের ২৫ শে মে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও বিশ্বভারতীর রবীন্দ্রভবনের শ্যামলী গৃহের উদ্বোধনে এবছর ১৬ ই আগস্ট বিশ্বভারতীতে এসেছিলেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।

আর এবার ১১ ই নভেম্বর সকাল সাড়ে ১০ টায় আম্রকুঞ্জে সমাবর্তনে উপস্থিত হবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রথা অনুযায়ী সেদিন তিনি পড়ুয়াদের হাতে শংসাপত্র ও ছাতিম পাতা তুলে দেবেন। বিশ্বভারতীর সমাবর্তনে এবছর রাষ্ট্রপতি’র উপস্থিতি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে তাদের সমস্ত কথা হয়ে গেছে, সেই মতো তারা প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।