লালকেল্লায় স্বাধীনতা মঞ্চ থেকেই চীন ও পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রীর বক্তব্যে এদিন উঠে আসে বেশ কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলির মধ্যে রয়েছে যেমন এক দেশ এক হেলথ কার্ড, করোনা ভ্যাকসিনের বিতরণ ইত্যাদি জনকল্যাণমূলক কর্মসূচির প্রসঙ্গ ঠিক তেমনি উঠে আসে প্রতিরক্ষা বিষয়ও। এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দেশের সুরক্ষায় ভারতীয় সেনা কতটা তৎপরতা আরও একবার বুঝিয়ে দেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন পড়শী দুই দেশ চীন এবং পাকিস্তান এলওসি থেকে এলএসি-র দিকে তাকালে ভারত তার যোগ্য জবাব দেবে।

Advertisements

Advertisements

লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন জানান, “এলওসি অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা এবং এলএসি অর্থাৎ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যখনই ভারতকে চ্যালেঞ্জ করা হয়েছে ভারত তার যোগ্য জবাব দিয়েছে। যে যেমন ভাষাতে বোঝে তাকে সেই ভাষাতে যোগ্য জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা।”

Advertisements

এদিন প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে ১৫ই জুনের পূর্ব লাদাখের গালওয়ানের ভারত-চীন সংঘাতের প্রসঙ্গ। তিনি বলেন, “আমাদের দেশের জওয়ানরা কি করতে পারেন তা গোটা বিশ্ব দেখেছে লাদাখে। চীনের আগ্রাসন নীতিকে আটকে দিয়েছেন ভারতীয় জওয়ানরা। আজ আমি স্বাধীনতা দিবসের এই পুণ্য লগ্নে লালকেল্লায় দাঁড়িয়ে সেই সমস্ত বীর সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাই।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। যা হলো রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদের প্রসঙ্গ। এ প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী বলেন, “গোটা বিশ্ব ভারতের পাশে আছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদের জন্য বিশ্বের ১৯২ টি দেশের মধ্যে ১৮৪ টি দেশের সমর্থন রয়েছে ভারতের দিকে।”

Advertisements