যাদের জন্য এলিফ্যান্ট হুইস্পারার্সের অস্কার, অবশেষে ছুঁয়ে দেখার সাধ মিটল

Antara Nag

Published on:

Advertisements

বোমান (Bomman) ও বেলি (Bellie), এই জুটির নাম এখন বিশ্ববিখ্যাত। সকল ভারতবাসী তো বটেই, গোটা বিশ্বের সিনেপ্রেমীরাই এখন তাঁদের চেনেন। কারণ তারা এখন অস্কারজয়ী (Oscars 2023) ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers)। এবার তাঁদের হাতে অস্কারের ট্রফি তুলে দিয়ে ছবি পোস্ট করলেন ছবির প্রযোজক ও পরিচালক।

Advertisements

ইতিহাস তৈরি করে কার্তিকী গনসালভেস পরিচালিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স সেরা তথ্য চিত্র শর্ট বিভাগে পেয়েছে ৯৫ তম আকাদেমি পুরস্কার। তামিল নাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যানের একটি অনাথ হস্তীশাবক রঘুর গল্প দেখানো হয়েছে ছবিতে। সঙ্গে উঠে এসেছে তাঁর জন্য বোমান এবং বেলির লড়াইয়ের কথা। এঁরা দুজনই রঘুকে লালন পালন করেছেন।

Advertisements

এই তথ্য চিত্রের মূলে আছে বোমান-বেলির সঙ্গে রঘুর যে আত্মিক যোগ গড়ে উঠেছিল সেই কাহিনি। অস্কার জিতে দেশে ফেরার পর যাঁদের জন্য এই পুরস্কার এল সেই বোমান এবং বেলির সঙ্গে দেখা করতে যান কার্তিকী। সেখানে গিয়েই তাদের হাতে তুলে দেন সেই অস্কার।

Advertisements

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ পরিচালক কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves)। সেখানে তথ্যচিত্রের দুই প্রধান চরিত্র বোমান ও বেলির হাতে সোনালি ঝলমলে অস্কার ট্রফি দেখা যায়। মুখে চওড়া হাসি দুইজনের। অনেক নেটিজেনের মতে, ওঁদের হাসির কাছে ঝকঝকে অস্কারও যেন ম্লান।

এই ছবি শেয়ার করে পরিচালক লেখেন, প্রায় চার মাস হয়ে গেল তিনি ওদের থেকে আলাদা ছিলেন। এবার মনে হচ্ছে যেন তিনি বাড়ি ফিরে এসেছেন। বলাই বাহুল্য, এই ছবিটা ভীষণ রকম সাড়া পায় সোশ্যাল মিডিয়ায়।

Advertisements