Cyclone Mocha: মোচা না মোকা! কেউ আবার বলছেন মোখা! ঠিক কোনটি

Prosun Kanti Das

Published on:

Advertisements

প্রতি বছরই মে থেকে জুন মাস নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হয় নিম্নচাপ। যা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধেয়ে আসে ভারত, বাংলাদেশ বা মায়ানমার উপকূলের দিকে। সেই সাথে চলে ধ্বংসলীলা। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে নতুন একটি ঘূর্ণিঝড়। তবে আশ্চর্যের বিষয় হলো এই ঘূর্ণিঝড়ের নাম নিয়ে দেখা গেছে বিভ্রাট। আসন্ন এই ঝড়ের নামকরণ করেছে ইয়েমেন। ইংরেজিতে এই ঝড়ের নাম হয় মোচা (Cyclone Mocha)। তখনই সেই থেকে শুরু হয়েছে নাম বিভ্রাট। ইংরেজিতে এই নাম উচ্চারণ করলে আসলে কি হয় এই নিয়ে বিতর্ক। মোচা নাকি মোকা? এই রাজ্যের প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় যথেষ্ট তৎপর।

Advertisements

এর আসল রহস্য লুকিয়ে আছে নামের অর্থের মধ্যে। আসলে ইয়েমেনের রাজধানী হলো সানা, যার একটি বন্দরের নাম হল মোখা বা মুখা। কিন্তু উচ্চারণের সময় এটিকে বলা হয় “মোকা”। আপনারা অনেকেই হয়তো জানেন না যে ইয়েমেন বিশ্বে কফি রপ্তানিতে শীর্ষে রয়েছে। যারা কফি ভালোবাসেন তারা অবশ্যই এটি সম্পর্কে জানবেন। সেইক্ষেত্রে আপনি নাম মোচা (Cyclone Mocha) না বলে বলতেই পারেন মোকা।

Advertisements

সাধরনত, WMO এর সুপারিশ অনুসারে ঘূর্ণিঝড়গুলোর নাম ঠিক করা হয়। এই ঝড়ের নাম আসলে ১৩টি দেশের সুপারিশ অনুসারে ঠিক করা হয়। এই নাম ঠিক করতে ‘প্যানেল অন ট্রপিকাল সাইক্লোন’ এর তালিকা অনুসরণ করা হয়। আসন্ন ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha) নামটি সত্যি বড় অদ্ভুত। বিভিন্ন ঝড়ের মধ্যে এই ঝড়ের নামটি সত্যি সাধরনের কাছে অত্যন্ত নতুন, বরং দেখা যাচ্ছে এই নাম নিয়ে তৈরি হচ্ছে বিভ্রাট।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, আগামী ১৪ই মে বাংলাদেশ এবং মায়ানমারের স্থল ভাগে এই ঝড়টি আছড়ে পড়তে পারে, এমনটাই জানিয়েছেন ইউরোপ এবং আমেরিকার আবহাওয়া সংস্থা। এ রাজ্যে সম্প্রতি মোকাকে জব্দ করতে প্রস্তুতি তুঙ্গে। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে ওড়িশা প্রশাসন একটি বৈঠক এর আয়োজন করেছে এবং তাতে উপস্থিত ছিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

অন্যদিকে এ রাজ্যের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো কোনো রকম নিম্নচাপ সৃষ্টি হয়নি। ঘূর্ণিঝড় হলে কোথায় কি আছড়ে পড়বে তা সঠিকভাবে এখনই বলা যায় না। শীঘ্রই হতে চলেছে আসন্ন ঘূর্ণিঝড় মোকা ল্যান্ডফল।

Advertisements